‘আমাকে ব্যবহার করেছে’, স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুললেন রাখি

আট মাস আগে প্রেমিক আদিল খান দুরানিকে বিয়ে করেছেন রাখি সাওয়ান্ত। বছর ঘোরার আগেই তাঁদের দাম্পত্যে ফাটল ধরল। এতদিন বিয়ের কথা গোপন রেখেছিলেন রাখি। তবে গত মাসে সই বিয়ের পাশাপাশি কলমা পড়ার ছবি এবং ভিডিয়ো সোশাল মিডিয়ায় আপলোড করেন তিনি। সংবাদমাধ্যমকে জানান, সত্যিই আইনি বিয়ে সেরেছেন এবার। যদিও রাখির (Rakhi Sawant) ওই ঘোষণার পর উলটো সুরে কথা বলেছিলেন আদিল। তাঁর দাবি ছিল, রাখির দাবি মিথ্যে। যদিও অভিনেত্রী স্বামীর ওই কথা শুনে তাঁকে খুল্লমখুল্লা চ্যালেঞ্জ করেছিলেন। রাখি বলেছিলেন, “আদিল কেন বিয়ের কথা স্বীকার করছে না, সেটা জানি না। কিন্তু, আমাদের আইনি বিয়ে হয়েছে। প্রয়োজনে সংবাদমাধ্যমের কর্মীরা আদালতে গিয়ে যাচাই করে নিতে পারেন।” এরপরেই আদিল জানান, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। পরিবারের কারওকে না জানিয়ে বিয়ে করেছেন সেই কারণে। এবার স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাখি সাওয়ান্ত। তাঁর দাবি, আদিল পরকীয়ায় লিপ্ত হয়েছেন।

97048181

বৃহস্পতিবার জিম ক্লাসে গিয়েছিলেন

রাখি সাওয়ান্ত

। পাপারাৎজিদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাখি সাওয়ান্ত। তিনি জানান, আদিলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তাঁর। বলেন, “আদিল এক নম্বরের মিথ্যুক। কোরান ছুঁয়ে আমাকে বলেছিল যে ওই মেয়েটাকে ব্লক করে দেবে। কিন্তু, এখনও করেনি। কথা বলে তাঁর সঙ্গে। এখন ওই মেয়েটা ওকে ব্ল্যাকমেইল করছে। কারণ, নোংরামির প্রমাণ আছে তাঁর কাছে।” চিত্র সাংবাদিকদের উদ্দেশ্যে রাখির কড়া বার্তা, “আপনারা আদিলের সাক্ষাৎকার নিয়ে ওকে সেলিব্রিটি বানাবেন না। সেটা করলে আমি এই জিমে আসা বন্ধ করে দেব। আমার সঙ্গে কথা বলতে পারবেন না।”

97026962

রাখির

সংযোজন, “ও আমাকে ব্যবহার করে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতে চেয়েছিল। ওকে রাতারাতি সেলিব্রিটি করে তুলবেন না।” ওই কথা বলতে বলতে কেঁদে ফেলেন রাখি সাওয়ান্ত। বলেন, “আমি আপনাদের পায়ে ধরছি। ওকে সেলিব্রিটি বানাবেন না। আমিই সংবাদমাধ্যমে ওকে জনপ্রিয় করে তুলেছিলাম। এখন আমিই অনুরোধ করছি আপনাদের। ওকে লাইমলাইট দেবেন না। আমাদের বিয়ের ফায়দা লুটছে ও।”

97300565

বর্তমানে

রাখি সাওয়ান্তের

মানসিক অবস্থা ভালো নয়। গত শনিবার তাঁর মা

জয়া ভেদার জীবনাবসান

ঘটেছে। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। মস্তিষ্কে ম্যালিগন্যান্ট টিউমার ছিল। পরে ফুসফুস এবং কিডনিতে ক্যানসার কোষ ছড়িয়ে পড়ে। যার জেরে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়। মাকে হারিয়ে শোকে বিহ্বল অভিনেত্রী।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *