ভুল মানুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুললে জীবন তছনছ হয়। তাই আপনার সতর্ক থাকা উচিত। কোন কোন পুরুষদের এড়িয়ে যাওয়া ভালো? জানা যাক দ্রুত।
ভালোবাসার সম্পর্কে থাকাটা জীবনের এক বিশেষ অনুভূতি। তাই তো পৃথিবীর সমস্ত দেশের সাহিত্যের অধিকাংশেরই মূল বিষয় প্রেম। তবে মনে রাখবেন, মন দেওয়া-নেওয়া করতে হবে সঠিক মানুষের সঙ্গে। এই ফাঁকে খারাপ পুরুষের সঙ্গে জড়িয়ে গেলে জীবন হবে বরবাদ।
ভাবনা চিন্তা প্রতিটি মানুষের আলাদা।
তেমনই ভালোবাসার চাহিদাও ভিন্ন
। তাই তো কখন যে মন অন্যের কাছে ধরা দেয় বোঝা সম্ভব নয়। তবে এই রাস্তায় বেশি তাড়াহুড়ো করলেই দুর্ঘটনা নিশ্চিত। তাই সমঝে এগন। ধৈর্য ধরুন।
বিশেষজ্ঞরা বলে থাকেন, প্রেমের সম্পর্কে যাওয়ার আগে আপনাকে সচেতন হতে হবে। যে কোনও মানুষের সঙ্গে চাইলেই থাকা যাবে না। এটা ভবিষ্যতের জন্য খারাপ। এমন মানুষকে পছন্দ করুন যিনি আপনাকে আগলে রাখবেন।
তবে বহু মাহিলাই সঠিক পুরুষ মানুষ চিনে নিতে ভয় পান। তাই দেখা দেয় সমস্যা। কিন্তু আমরা থাকতে চিন্তা করবেন কেন। আসুন জেনে নেওয়া যাক কোন পুরুষকে এড়িয়ে চলাটা মহিলাদের জন্য মঙ্গল।
১. নেশায় বুঁদ
প্রচুর মানুষ অহেতুক নেশা করেন। এক্ষেত্রে মদ্যপান বা অন্যান্য় ধরনের নেশায় বুঁদ মানুষের সঙ্গে না থাকা ভালো। কারণ তাঁরা এমনি সময় একরকম, আর গলায় তরল পড়লেই অন্যরকম আচরণ করতে পারেন। তাই এমন পুরুষের থেকে প্রথম থেকেই দূরে থাকার চেষ্টা করুন। আপনার জীবন বেঁচে যাবে। আগামীদিনে আমাদেরই ধন্যবাদ জানাবেন। তাই এই পয়েন্টটা মাথায় রাখুন।
২. নিজেকে ছাড়া কাউকে চেনে না
প্রতিটি মানুষের নিজের সুবিধা অসুবিধা রয়েছে। তবে এমন পুরুষের সঙ্গে অবশ্য়ই সম্পর্কে যাবেন না যিনি স্বার্থপর। কারণ তিনি নিজের স্বার্থ না দেখে এক পাও এগবেন না। এমনকী আপনি সমস্যায় থাকলেও তিনি এড়িয়ে যাবেন। তাই এই ধরনের পুরুষকে এড়িয়ে যাওয়াই হল মঙ্গল কাজ। এবার থেকে এই তত্ত্ব মেনে চলুন।
প্রেমের
সম্পর্কে ঠকবেন না।
৩. সঙ্গ দোষ রয়েছে
মানুষের পরিচয় তাঁর আশপাশে তাকালেই পাওয়া যায়। তাঁর বন্ধুবান্ধবের দিকে তাকিয়ে দেখুন। এই মানুষগুলি কেমন খোঁজ নিন। তাঁরা যদি ভালো হন, তবে সমস্যার কারণ নেই। কিন্তু সেই দলের বেশিরভাগ খারাপ হলে একটু দাঁড়ান। কারণ এটা ঠিক লক্ষণ নয়। বরং সতর্ক হয়ে কোনও সিদ্ধান্ত নিন। এনার সঙ্গে থাকলে ভবিষ্যতে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকবে।
৪. চোখে মুখে মিথ্যে
সকলকেই সময় বিশেষে মিথ্যে বলতে হয়। তবে যাঁরা প্রতিনিয়ত মিথ্যে বলেন, এমন মানুষের থেকে দূরে থাকা দরকার। তাঁরা চোখে মুখে মিথ্যে বলে থাকেন। এমনকী ছোটখাট বিষয়ে আপনাকে ডুবিয়ে দিতে পারেন। তাই এই ধরনের পুরুষের থেকে দূরে থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। তবেই আগামীদিন হবে মঙ্গলময়। কোনও দুশ্চিন্তা থাকবে না।
৫. অকারণে ল্যাং মারার প্রবণতা যাঁদের
এক একজন পুরুষের এই অদ্ভুত স্বভাব থাকে। তাঁরা অহেতুক মানুষকে ল্যাং মারতে থাকেন। আজ একজনের সঙ্গে প্রেম করছেন তো কাল অন্যজনের সঙ্গে ঘুরছেন। এবার থেকে এই ধরনের পুরুষের থেকে দূরে থাকার চেষ্টা করুন। এনারা অন্যের জীবন নিয়ে খেলেছেন, আপনার সঙ্গেও তাই ঘটবে। তাই এই ভুল একদম নয়। বরং নিজের জন্য ভালো পাত্র খুঁজে নিন।
আরও পড়ুন:
সব ব্যাপারে নাক গলান বয়ফ্রেন্ড, সম্পর্কে বন্দিদশা কাটাচ্ছেন? এই কৌশলে প্রেমিকের অনিশ্চয়তা কাটান
আরও পড়ুন: এই ৫ ধরনের মহিলা দেখলেই পুরুষের মনে হয় উথালপাতাল, বিয়ের ব্যাপারেও ভেবে ফেলেন অনেকে
এই ৫ ধরনের মহিলা দেখলেই পুরুষের মনে হয় উথালপাতাল, বিয়ের ব্যাপারেও ভেবে ফেলেন অনেকে