বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কা আর সহ্য করতে পারলেন না রাফায়েল ভারানে। ফ্রান্সের জাতীয় দলের তারকা ডিফেন্ডার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিলেন মাত্র ২৯ বছরেই। লেস ব্লুজ-দের হয়ে টানা একদশক রক্ষণের দায়িত্ব সামলেছেন। চার বছর আগে বিশ্বকাপজয়ী সেন্ট্রাল ডিফেন্ডার এবারেও রানার্স হয়েছেন দেশের জার্সিতে।
২৯ বছর বয়সেই অবসর। ফ্রান্সের হয়ে অভিষেক ঘটেছিল ২০১৩-য়। কোচ দিদিয়ের দেশকে উয়েফা নেশনস লিগ জিততে সাহায্য করেছেন ২০২০/২১ সিজনে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলা তারকা টানা দু-বার জাতীয় দলকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছেন। কাতার বিশ্বকাপ ফাইনালে পেনাল্টিতে আর্জেন্টিনা শেষ পর্যন্ত বাজিমাত করে। বিশ্বকাপ ট্রফি ডিফেন্ড করতে ব্যর্থ হওয়ার পরই ফ্রান্সের জাতীয় দলের ক্যাপ্টেন হুগো লরিস ৩৬ বছর বয়সে অবসর ঘোষণা করেছেন। এবার কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন দলের একনম্বর স্টপার।
Read the full article in ENGLISH