IIT Topper Couple: মোটা মাইনের চাকরি ছেড়ে ফিরেছেন দেশে, চাষবাস করেই সুখের জীবন IIT দম্পত্তির

দেশের অন্যতম চ্যালেঞ্জের পরীক্ষা IIT-র কৃতি ছাত্রছাত্রী দুজনেই। পড়াশেনার পর কর্পোরেট জগতের চাকরি করতে পাড়ি দেন বিদেশে। কিন্তু সেই মোটা মাইনের চাকরি আচমকাই ছেড়ে দিয়ে চলে আসেন ভারতে। দেশে ফিরে কৃষিকাজই এখন তাদেঁর একমাত্র লক্ষ্য। ঝাঁ চকচকে কর্পোরেট দুনিয়ার হাতছানি থেকে বেরিয়ে এসে সাক্ষী ভাটিয়া এবং অর্পিত মহেশ্বরী নামের ওই দম্পত্তি সকলের কাছেই যেন এক উদাহরণস্বরূপ।

চাকরি ছেড়ে প্রকৃতির মধ্যেই নিজেদের জীবন কাটাতে চেয়েছিলেন ওই দম্পত্তি। যার জন্য কৃষিকাজ এবং প্রাকৃতিক খামার তৈরি করাই তাঁদের লক্ষ্য ছিল। প্রাকৃতিক এই খামারই এখন ‘জীবন্তিকা’ নামে পরিচিত। আসলে জীবন্তিকা মূলত একটি মাটির ঘর। আর সেই মাটির ঘর তৈরি করা JEE পরীক্ষার চেয়েও কঠিন বলে মনে করেন ওই দুই

IIT

-র কৃতি ছাত্রছাত্রী।

97435555

মধ্যপ্রদেশের উজ্জাইন থেকে 50 কিলোমিটার দূরের গ্রাম বদনগরে জীবন্তিকা নামে ওই মাটির ঘর তৈরি করেছেন সাক্ষী এবং অর্পিত। 1.5 একর জমিতে তৈরি হয়েছে ওই মাটির ঘর। যদিও ওই মাডহাউসে কোনো বিদ্যুৎ বা পাখা নেই। তবে বছরের সবচেয়ে গরমের দিনগুলিতেও মাডহাউস যথেষ্ট ঠান্ডাই থাকে বলে জানিয়েছেন

দম্পত্তি

। একইসঙ্গে নিত্যদিনের খাওয়া-দাওয়ার 85 শতাংশ সব্জী তাঁরা ওই জমিতে চাষবাস করেন। সেক্ষেত্রে শুধুমাত্র বাজার থেকে তেল ছাড়া অন্য আর কিছু কিনতে হয় না বলেই জানিয়েছেন সাক্ষী।

সাক্ষী এবং অর্পিত দুজনেই

কম্পিউটার সায়েন্স

নিয়ে পাশ করেন। এরপর দুজনের কাছেই ছিল একাধিক বহুজাতিক কোম্পানিতে চাকরির সুযোগ। সেইমতো তাঁরা কাজও শুরু করেন। 2023 সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দম্পত্তি ঘুরতে খুবই পছন্দ করতেন। তবে সাধারণ ঘুরে বেড়ানো নয়, নতুন জায়গায় গিয়ে আঞ্চলিক মানুষদের সঙ্গে মেলামেশা, তাদের সঙ্গে বসে খাওয়া সহ এই ধরনের কাজ করতেই তাঁরা বেশি ভালোবাসতেন।

96535466

প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে একে অপরকে চেনেন কম্পিউটার সায়েন্সের ওই দুই

ইঞ্জিনিয়ার

। কিন্তু কীভাবেই বা তাঁদের জীবন এমন বদলে গেল? আসলে 2015 সালে দম্পত্তি একেবারে ফেরার চিন্তা না নিয়েই দক্ষিণ আমেরিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আর সেই ভ্রমণই তাঁদের জীবন বদলে দেয়। এরপর তাঁরা ভারতে ফিরে পন্ডিচেরির অরোভিলের ইকোভিলেজে কিছুদিন সময় কাটানোর সিদ্ধান্ত নেন। ইকোভিলেজে থাকাকালীন তাঁরা উভয়েই চাষবাস সম্পর্কে শিখেছিলেন। এরপরই ওই দম্পত্তি ভারতে ফিরে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। পরবর্তীকালে ‘জীবন্তিকা’ শুরু করে সুখের জীবন কাটান দম্পত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *