অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি সারা, নাগপুরে নেমেই জিমে বিরাট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নাগপুরে পৌঁছে গেছে বিরাট কোহলি। দলের বাকি সদস্যরাও উপস্থিত হয়েছেন। ছুটি কাটিয়ে নাগপুরে গিয়ে এক মুহূর্ত সময় নষ্ট করেননি বিরাট। নেমে পড়েছেন প্রস্তুতিতে। জিমে গা ঘামানো শুরু করেছেন তিনি। সেই ভিডিয়ো তিনি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের পর বিশ্রামে ছিলেন বিরাট। এরপর তিনি টেস্ট সিরিজে ফিরছেন। ফলে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকায় ধাক্কা লেগেছে ফিটনেসে। সেটা থেকে বের হতেই তিনি অনুশীলন বাকিদের থেকে দ্রুত শুরু করে দিলেন। কেউ কেউ বলছেন, বিরাট কোহলি এই অনুশীলনের মাধ্যমে অস্ট্রেলিয়া দলকে কড়া বার্তা দিলেন।

97373932

অস্ট্রেলিয়ার সামনে বিরাট বরাবরই শক্তিশালী। অজিদের বিরুদ্ধে বিরাটের জ্বলে ওঠার ঘটনা আজকের নয়। তিন ফর্ম্যাটেই বরাবরই বিরাটের প্রিয় বিপক্ষ অস্ট্রেলিয়া। আর টেস্ট সেঞ্চুরিতে ফেরার জন্য বিরাট এই অস্ট্রেলিয়া সিরিজকেই লক্ষ্য করছেন। বিরাট টি-২০ ও ওডিআইতে সেঞ্চুরির খরা কাটালেও টেস্টে খরা কাটাতে পারেননি। বা বলা ভালো বিরাটরা টেস্ট খেলেননি। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই লক্ষ্যই রাখছে।

97549274

ভিডিয়োতে দেখা গেল বিরাট পুশ-আপ, সাইক্লিং, ওয়েট লিফটিং করছেন। তিনি ট্রেনিংয়ের ভিডিয়োর ক্যাপশনে লেখেন, “ফিরে এলাম এতে।” ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু করে টেস্ট সিরিজ। চারম্যাচের সিরিজ খেলা হবে এবার। এই সিরিজটা ভারতের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য। পাশাপাশি টেস্টে ১ নম্বর দল হতে গেলে ভারতকে সিরিজ ৩-১ বা ২-০ তে জিততে হবে। ফলে এটা বেশ চ্যালেঞ্জের হতে চলেছেন।

97514118

কোহলির সেঞ্চুরি

কোহলি শেষবার টেস্টে সেঞ্চুরি করেছেন ১৯টা টেস্ট ম্যাচ আগে। তারপর তিনি অধিনায়কত্ব ছাড়েন। ২০১৯ সালের নভেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার তিনি টেস্টে সেঞ্চুরি করেছিলেন। তারপর থেকে একাধিক পরিবর্তন হলেও কোহলির ব্যাট থেকে টেস্টে রান আসেনি। তবে ২০২২ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে তিনি সেঞ্চুরি পেয়েছেন, এরপর বাংলাদেশের বিরুদ্ধে ওডিআইতে সেঞ্চুরি করে খরা কাটিয়েছেন।

97556253

এখনও পর্যন্ত বিরাট কোহলি ৬৮২ রান করেছেন। গড় ৪৮.০৫। তাঁর ঝুলিতে রয়েছে সাতটা সেঞ্চুরি ও পাঁচটা হাফ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার কাছে বিরাট একটা বড় সমস্যা হতে চলেছে। পাঁচবছর পর নাগপুরে টেস্ট ম্যাচ আয়োজন হচ্ছে। ফলে এই পিচে কেমন ব্যাটিং হয় সেটাও বড় প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *