Dhan Raja Yoga: জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর উদয় হয় ও অস্ত যায়। গত ৩০ জানুয়ারি অস্ত গিয়েছেন শনি মহারাজ। অস্তগামী শনির অশুভ প্রভাব আরও বেড়ে যায় বলে জ্যোতিষে বলা হয়ে থাকে। এই পরিস্থিতিতে কবে শনি আবার উদয় হবে, সেই প্রশ্ন এখন সবার মনেই। আগামী ৯ মার্চ শনির উদয় হবে। গত ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে গোচর করেছে শনি। তারপর ৩০ জানুয়ারি কুম্ভ রাশিতেই অস্ত গিয়েছে গ্রহরাজ। ৯ মার্চ আবার কুম্ভ রাশিতেই উদয় হবে শনি মহারাজের। এর প্রভাবে তৈরি হবে শশ মহাপুরুষ যোগ এবং ধন রাজযোগ।
সেই সময় গ্রহ মহারাজের কৃপাদৃষ্টি থাকবে তিন রাশির জাতকদের উপর। শনির দয়ায় প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন এই তিন রাশির জাতকরা। জেনে নিন কোন কোন রাশি এই তালিকায় রয়েছে।
97519614
গত ১৭ জানুয়ারি থেকে কুম্ভ রাশিতেই অবস্থান করছে শনি। কুম্ভ রাশিতে আড়াই বছর থাকবে গ্রহ মহারাজ। কুম্ভ রাশিতেই মার্চ মাসে উদয় হবে বর্তমানে অস্তাচলে থাকা শনির। শনির উদয় হলে এর প্রভাবে তৈরি হতে চলা শশ মহাপুরুষ রাজযোগের প্রভাবে ভাগ্য খুলবে কুম্ভ রাশির জাতকদের। বিশেষ করে যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, সমাজে তাঁদের সম্মান বাড়বে। কুম্ভ রাশির ব্যবসায়ীরাও বিশেষ সুবিধে পবেন।
সিংহ রাশির জাতকদের জন্য শনির উদয় অত্যন্ত লাভজনক হবে।
সিংহ রাশির
সপ্তম ঘরে উদয় হবে শনির। তার প্রভাবে
উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা
থাকবে সিংহ রাশির জাতকদের সামনে। অংশীদারিত্বে ব্যবসা করলেও এই সময় আপনি লাভবান হবেন। এই সময় কোনও বড় ব্যবসায়িক চুক্তি সাক্ষর করতে পারেন। উদিত শনির প্রভাবে প্রচুর লাভ করার আশা থাকবে সিংহের জাতকদের সামনে। জীবসঙ্গীর সম্পূর্ণ সমর্থন পাবেন।
আগামী ৯ মার্চ বৃষ রাশির ছকের দশম ঘরে উদিত হবে শনি। কোষ্ঠীর এই ঘরটি চাকরি ও ব্য়বসার সঙ্গে সম্পর্কযুক্ত। তার ফলে শনি উদয় হলে কেরিয়ারে দারুণ উন্নতি হবে বৃষ রাশির জাতকদের। শনি মহারাজের প্রভাবে এই সময় সাহস ও বীরত্ব বাড়বে বৃষ রাশির। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন এই সময়। নিজের ব্যবসা সম্প্রসারণ করার সুযোগও পেতে পারেন।