আট দিনে ৬৭৫ কোটি ঘরে তুললো পাঠান

প্রথম আটদিনে ভারতে বক্স অফিস থেকে পাঠানের আয় ৩৩৬ কোটি টাকা। তামিল ও তেলুগু ভর্সান আয় করেছে আরো ১২ কোটি ৫০ লাখ। সবমিলিয়ে দেশের বাজার থেকে পাঠান তুলে নিয়েছে ৩৪৮ কোটি ৫০ লাখ টাকা।

আর বিশ্বের অন্য জায়গার আয়ের হিসাব ধরলে আট দিনে পাঠান ৬৭৫ কোটি টাকা ঘরে তুলেছে।

বক্স অফিস বিশেষজ্ঞ তরন আদর্শ টুইট করে বলেছেন, পাঠানের সাফল্য বিষ্ময়কর। দ্বিতীয় সপ্তাহান্তে তা দঙ্গলকে ছাপিয়ে যাবে। রিলিজের দিন গত বুধবার পাঠান ৫৫ কোটির ব্যবসা করে। বৃহস্পতিবার ৬৮ কোটি, শুক্রবার ৩৮ কোটি, শনিবার ৫১ কোটি ৫০ লাখ, রোববার ৫৮ কোটি ৫০ লাখ, সোমবার ২৫ কোটি ৫০ লাখ, মঙ্গলবার ২২ কোটি, বুঝবার ১৭ কোটি ৫০ লাখের ব্যবসা করেছে পাঠান। সবমিলিয়ে ভারতে হিন্দি ভার্সান ঘরে তুলেছে ৩৩৬ কোটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, পাঠান যুক্তরাজ্যে খুবই ভালো চলেছে। ইতিমধ্যেই সেখান থেকে ১৯ লাখ পাউন্ড আয় করেছে পাঠান। সৌদি আরব থেকে ১০ লাখ ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে এক কোটি ডলার আয় করেছে।

ভারতে স্পাই থ্রিলারের মধ্যে বক্স অফিস সাফল্যের নিরিখে পাঠান এক নম্বরে এসে গেছে।

ফলে চার বছর পরে বড় পর্দায় এসে শাহরুখ সত্যিই সাড়া ফেলে দিয়েছেন।

জিএইচ/এসজি (পিটিআই, ইন্ডিয়ান এক্সপ্রেস)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *