এবার কেরালার আমেজ কলকাতাতেই! হাইসবোট যাপনে বাড়ছে ভিড়

Houseboat Near Kolkata West Bengal: একটু খোলা হাওয়ার জন্য…এবার কলকাতা (Kolkata) থেকে সামান্য দূরেই ব্যাকওয়াটার্সে হাউসবোট যাপন উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। বছরের পর বছর অর্থ জমিয়ে কেরলের (Kerala) উদ্দ্যেশে রওনা দেন অনেকেই। কিন্তু, এবার গঙ্গাবক্ষেই পাওয়া যাবে হাইসবোটের অনুভূতি। এই উদ্যোগের নেপথ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।’ মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি’-র নামে এই হাউসবোট প্রকল্প শুরু করা হয়েছে।

কোথায় পাওয়া যাবে এই হাউসবোটের সুবিধা?

জানা গিয়েছে, ব্যারাকপুরের গান্ধীঘাটের পাশেই এই হাউসবোট অবস্থিত। চারিপাশে গঙ্গা, মাঝে এই হাউসবোট তৈরি করা হয়েছে। পুরোপুরি হোটেলের আদলে এই হাউসবোটগুলি তৈরি করা হয়েছে। পাশাপাশি হাউসবোটগুলিতে থাকছে বিনোদনের ব্যবস্থাও। থাকছে বাউল গানের ব্যবস্থা। একইসঙ্গে একটি রান্নাঘরের ব্যবস্থাও থাকছে যেখানে অতিথিদের জন্য রান্না হয়। পাশাপাশি চারটি সুসজ্জিত ঘরও থাকছে।

97038453

কীভাবে করা যায় বুকিং?

এই হাউসবোটে বছরভর পর্যটকদের ভিড় থাকে। ফলে সেখানে যাওয়ার জন্য আগে থেকে বুকিং করার প্রয়োজন রয়েছে। অনলাইনে এই হাউসবোটের জন্য বুকিং করা সম্ভব। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ওয়েবসাইট থেকে পাওয়া যাবে বিস্তারিত তথ্য। খরচ কেমন?

97034451

এই হাউসবোটের খরচ মধ্যবিত্তের নাগালের মধ্যেই।

ব্যারাকপুর

স্টেশন থেকে টোটো বা গাড়িতে করে গন্তব্যে পৌঁছন সম্ভব। এরইসঙ্গে আশেপাশের জায়গাগুলিতেও ঘুরে আসা সম্ভব। এর মধ্যে মঙ্গল পান্ডে পার্ক, অন্নপূর্ণা মন্দির, গান্ধীঘাট, গ্যারিসন চার্চও ঘুরে দেখতে পারেন পর্যটকরা। একইসঙ্গে রয়েছে পুরাতন কোঠিও। স্থানীয়রা এই জায়গাটিকে ভুতুড়ে বলেও গন্য করেন। পাশাপাশি জহরকুঞ্জ বছরের অন্যান্য সময় সরগরম থাকে। সেখানে পিকনিক করতে ভিড় জমান সাধারণ মানুষ। গ্যারিসন চার্চটিও ব্রিটিশ আমলে তৈরি। তাঁর স্থাপত্য চোখে পড়ার মতো। অন্নপূর্ণা মন্দিরটি রানি রাসমনি ঘাটের কাছাকাছি অবস্থিত। এই মন্দির কিছুটা দক্ষিনেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে।

96958226

ফলে এই

হাউসবোটটিতে

(Houseboat) গেলে আশেপাশের একাধিক এলাকা ঘুরে বেড়ানোর সুযোগ থাকছে, যা পর্যটকদের কাছে উপরি পাউনা। বাংলার পর্যটন শিল্পের উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। দিঘায় পুরীর আদলে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। ইয়াশের পর একপ্রকাশ তছনছ হয়ে গিয়েছিল দিঘা। এরপর নতুন করে বাঙালির এই পর্যটনকেন্দ্রকে গড়ে তোলা হয়েছিল। দিঘায় আন্ডার ওয়াটার পার্ক গড়ার পরিকল্পনাও রয়েছে।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *