কবে কমবে জ্বালানির দাম ? আশায় সাধারণ মানুষ

Petrol Diesel Prices Today:

শুক্রবারও অপরিবর্তিত থাকল তেলের দাম। গত 8 মাসের বেশি সময় ধরে পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। সারা দেশে শেষবার পেট্রল এবং ডিজেলের দাম কমেছিল গত বছর। 21 মে কেন্দ্রীয় সরকার পেট্রলে প্রতি লিটার 8 টাকা এবং ডিজেলে প্রতি লিটার 6 টাকা করে আবগারি শুল্ক কমায়। আবগারি শুল্ক হ্রাসের ফলে এক লিটার পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে 9.5 টাকা এবং 7 টাকা কমেছিল। আসুন জেনে নেওয়া যাক, যে দেশের মেট্রো শহরগুলিতে আজ পেট্রল এবং ডিজেলের দাম কত।

কলকাতায় পেট্রল -ডিজেলের দাম (Today Petrol Diesel Price in Kolkata):

আজ কলকাতায় জ্বালানির দাম রয়েছে তুলনামূলক বেশি। কলকাতায় প্রতি লিটার পেট্রল 106.03 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের দর রয়েছে 92.76 টাকা।

দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Delhi):

অন্যদিকে, দিল্লিতে জ্বালানির দাম রয়েছে অন্য শহরগুলি থেকে কম। দেশের রাজধানী শহরে আজ প্রতি লিটার পেট্রলের দাম 96.72 টাকা। এছাড়া প্রতি লিটার ডিজেল 89.62 টাকায় বিক্রি হচ্ছে।

মুম্বইতে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Mumbai):

মহারাষ্ট্রে গত 14 জুলাই, 2022-এ রাজ্য সরকার পেট্রল এবং ডিজেলের উপর কর হ্রাসের পর তাদের মূল্য যথাক্রমে 5 টাকা এবং 3 টাকা প্রতি লিটার দরে কমে যায়। আজ মুম্বইতে পেট্রল প্রতি লিটারে 106.31 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ডিজেলের দাম প্রতি লিটার 94.27 টাকা রয়েছে। মেট্রো শহরগুলির মধ্যে, মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে পেট্রল ও ডিজেলের দাম সব থেকে বেশি রয়েছে।

97550774

চেন্নাইতে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Chennai):

চেন্নাইতে প্রতি লিটারে পেট্রলের দাম রয়েছে 102.63 টাকা। আবার প্রতি লিটার ডিজেলের ক্ষেত্রে এই দাম রয়েছে 94.24 টাকা।

স্থানীয় করের উপর নির্ভর করে বিভিন্ন রাজ্যে জ্বালানির দাম নির্ধারিত হয়ে থাকে। যার ফলে এক একটি রাজ্যে এক এক রকম জ্বালানির দাম দেখতে পাওয়া যায়। প্রতিদিন সকাল ছ’টায়, পাবলিক সেক্টরের তেল বিপণন সংস্থাগুলি যথা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বৈদেশিক মুদ্রার হার এবং আন্তর্জাতিক বেঞ্চমার্কের দাম অনুসারে জ্বালানির দাম সংশোধন করে থাকে।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *