টাকা নিয়ে আগ্নেয়াস্ত্র জোগান, ইউটিউবার খুনে রাঁচি থেকে গ্রেফতার যুবক

West Bengal Local News: ঝাড়খন্ডের অভিনেত্রী ইশা আলিয়া খুনের (Isha Aliya Murder Case) ঘটনায় বৃহস্পতিবার রাতে বিহার থেকে সন্দীপ কুমার সিং নামে আরও এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বাগনান থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি ঝাড়খন্ডের রাঁচিতে। শুক্রবার ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী খুনের ঘটনায় ধৃত সন্দীপ কুমার সিং ইশার স্বামী প্রকাশ কুমারের বন্ধু। জানা গিয়েছে ইশা আলিয়া খুনের ঘটনায় আগ্নেয়াস্ত্র সংগ্রহের জন্য প্রকাশ সন্দীপ কুমার সিংকে টাকা দিয়েছিল। প্রকাশের দেওয়া টাকা দিয়ে মোহিতের থেকে আগ্নেয়াস্ত্র কিনেছিল সন্দীপ। এদিকে অভিনেত্রী ইশা আলিয়া খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। প্রত্যেককেই বাগনান থানার পুলিশ গ্রেফতার করেছে। এই খুনের ঘটনায় একের পর এক ব্যক্তিকে গ্রেফতার করা হলেও খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

97375703

অভিনেত্রী রিয়া কুমারী ওরফে

ইশা আলিয়া

খুনের ঘটনায় এর আগে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে মোহিত কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তি অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগনান থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মোহিতকে গ্রেফতার করেছিল। হাওড়া পুলিশ সূত্রে জানা গিয়ছিল মোহিত দীর্ঘদিন ধরে বিভিন্ন বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। মোহিত ইউটিউবার ও অভিনেত্রী ইশাকে খুনের অস্ত্রের জোগান দিয়েছিল। মোহিতের আগে ইশার স্বামী প্রকাশ কুমার এবং দেওর সন্দীপ কুমারকেও গ্রেফতার করা হয়েছিল।

96880536

২০২২ সালের ২৮ ডিসেম্বর ভোরে ১৬ নং জাতীয় সড়কের উপর বাগনানের চন্দ্রপুরে এই

ভয়াবহ খুনের

ঘটনা ঘটে। ইশার স্বামী রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে থানায় নিয়ে গিয়ে দাবি করেন যে তাঁকে দুষ্কৃতীরা গুলি করে খুন করেছে। ঘটনার সময় জাতীয় সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে তিনি প্রস্রাব করছিলেন। তখনই এই খুনের ঘটনা ঘটে। খুনের তদন্তে নেমে পুলিশ প্রকাশ কুমারকে গ্রেপ্তার করে। ইশা আলিয়ার দাদার অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছি প্রকাশকে। পরবর্তীকালে প্রকাশকে জেরা করে তাঁর ভাই সন্দীপকেও গ্রেফতার করা হয়। নতুন করে আরও এক যুবককে গ্রেফাতরির পর নতুন কোনও তথ্য পাওয়া যায় কি না, সেটাই এখন দেখার।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *