শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ লিগ ওমেন্স প্রিমিয়ার লিগ। ইতিমধ্যেই পাঁচটা দলের মালিকানা ঘোষণা করা হয়েছে BCCI-এর পক্ষ থেকে। এবার নিলামের জন্য প্রস্তুতি শুরু করল BCCI। IPL-এর ধাঁচেই আয়োজিত হবে WPL। ফলে BCCI-এর কাছে রেজিস্ট্রেশনের জন্য় ভিড় করেছেন প্লেয়াররা। ১৩ ফেব্রুয়ারি মুম্বইতে আয়োজিত হবে WPL-এর নিলাম। এই প্রথম নিলাম নিয়ে আগ্রহ তুঙ্গে। সূত্রের খবর, প্রথম মরশুমের WPL খেলতে ১০০০ জন প্লেয়ার তাদের নাম নথিভুক্ত করেছেন। এদের মধ্যে সবাই নিলাম টেবিলে উঠবেন না। এদের আবেদনপত্র খতিয়ে দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে BCCI।
97345056
১৩ ফেব্রুয়ারি আয়োজিত হবে WPL-এর নিলাম। এরআগে নিলাম হওয়ার কথা ছিল, কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো ILT20 ও SA20-তে ব্যস্ত থাকায় তারা WPL-এর নিলাম পিছিয়ে দেওয়ার দাবি জানায়। সেই অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি হবে নিলাম। মার্চ মাস থেকে শুরু হবে WPL। এটা মহিলা ক্রিকেটের ছবি পরিবর্তন করতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর আয়োজিত হচ্ছে মহিলাদের এই টি-২০ লিগ। নাম না প্রকাশের শর্তে এক বোর্ড কর্তা বলেন, “এই WPL নিয়ে অনেক আগ্রহ দেখা গেছে, মোট ১০০০ জন ক্রিকেটার তাদের নাম নথিভুক্ত করিয়েছে নিলামের জন্য। নিলামে ভারত ও আন্তর্জাতিক স্তরের প্লেয়ারদের মধ্যে থেকে খুব ভালো লড়াই আশা করছি।”
97348477
১০০০ জনের নাম নথিভুক্ত করলেও মাত্র ৯০ জন প্লেয়ার দল পাবেন। প্রতিটা দল সর্বোচ্চ ১৮ জন প্লেয়ার দলে রাখতে পারবে। IPL-এর মত, এখানেও BCCI নিলামের আগে আবেদনকারী প্লেয়ারদের মধ্যে ছাঁটাই করবে। রিপোর্ট অনুযায়ী, ১৫০ জন প্লেয়ারকে তোলা হতে পারে নিলামে। প্লেয়ারদের ন্যূনতম দাম রাখা হয়েছে ৫০ লাখ, ৪০ লাখ, ও ২০ লাখ। এদের মধ্যে ১০ লাখ টাকা আনক্যাপড প্লেয়ারদের জন্য। প্রতিটা দল ১২ কোটি টাকা খরচ করতে পারবে দল গঠন করতে।
97314933
২৫ জানুয়ারি BCCI-এর পক্ষ থেকে WPL-এর দলের নাম ঘোষণা করা হয়। IPL-এর ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে থেকে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর WPL-এর ফ্র্যাঞ্চাইজি পেয়েছে। এছাড়া অহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি পেয়েছে আদানি গ্রুপ। ৫টা দল বিক্রি করে BCCI-এর ঝুলিতে এসেছে মোট ৪৬৬৯.৯৯ কোটি টাকা। নিলাম নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। আগামী সপ্তাহে তাদের জানানো হতে পারে।