প্রিমিয়াম ডিজাইনে নতুন গেমিং ফোন আনছে রিয়েলমি, ফিচার্সের খুঁটিনাটি দেখে নিন

9 ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে Realme GT Neo 5। নতুন ফোন বাজারে আসার আগেই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোনের ডিজাইন প্রকাশ করল চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাটি। সংস্থার তরফে বেগুনি রঙে এই ফোন প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ফাঁস হয়েছে কোম্পানির গেমিং সিরিজের পরবর্তী স্মার্টফোন। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 50 MP Sony IMX890 সেন্সর। দুর্দান্ত গেমিংয়ের জন্য এই ফোনে শক্তিশালী প্রসেসর দিয়েছে Realme। থাকছে Snapdragon 8+ Gen 1 প্রসেসর। সঙ্গে 240 W ফাস্ট চার্জিং থাকছে এই ফোনে। নতুন ফোনের দুর্দান্ত ডিজাইন দেখে নেটপাড়ায় অনেকেই এই ফোনের প্রতি আগ্রহ দেখিয়েছেন।

সম্প্রতি টুইটারে এই ফোনের টিজার ভিডিয়ো প্রকাশ করেছেন টিপস্টার মুকুল শর্মা। Realme GT Neo 5 – এর পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সঙ্গে RGB LED ফ্ল্যাশ থাকছে। যা দেখে ফোনে কত ব্যাটারি রয়েছে তা বুঝে নেওয়া যাবে। ফোনের ব্যাটারি 20 শতাংশের নীচে গেলে লাল রঙে জ্বলবে এই LED। এছাড়াও চার্জিংয়ের সময় বেগুনি রঙে দেখা যাবে এই LED লাইট।

Realme

GT Neo 5-র পিছনে রয়েছে ডুয়াল টোন ফিনিশ। ফোনের পিছনে দুটি বৃত্তাকার ক্যামেরা দেখা যাবে। এছাড়াও ফোনে উল্লম্বভাবে থাকছে দুটি দাগ। ক্যামেরা দুটির দান দিকে আয়তকার RGB LED আলো দেখা গিয়েছে।

96271269

এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50 MP Sony IMX890 সেন্সর। এই ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন দিচ্ছে

Realme

। সঙ্গে 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা দিয়েছে চিনা সংস্থাটি। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 16 MP ক্যামেরা। ডিসপ্লের উপরে হোল পাঞ্চ কাটআউটের মধ্যে থাকবে সেলফি ক্যামেরা।

97560585

Android 13 অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনে Realme UI 4.0 স্কিন চলবে। এই ফোনে শক্তি জোগাবে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট। সঙ্গে IR ব্লাস্টার ও NFC দিচ্ছে

Realme

। কোম্পানির দাবি এই ফোনে 240 W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। আগে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে 4,600 mAh ব্যাটারি থাকতে পারে। এই ফোনের 6.7 ইঞ্চি ডিসপ্লেতে থাকতে পারে 144 Hz রিফ্রেশ রেট। গেমারদের মন জিততে এই ফোনে শক্তিশালী স্পেসিফিকেশন দিচ্ছে চিনা সংস্থাটি।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *