February Planetary Transit: ফেব্রুয়ারি মাসে কয়েকদিন অন্তর অন্তর রাশি পাল্টাবে তিনটি গ্রহ। এই গোচর ৫ রাশির জীবনকে নানান সমস্যার মুখে ফেলে দেবে। কোন কোন রাশির জাতক এই তালিকায় জেনে নিন।
ফেব্রুয়ারি মাসে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহ রাশি পরিবর্তন করছে। এর মধ্যে অন্যতম হল শুক্র, সূর্য ও বুধ। তিন গ্রহের রাশি পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতকদের জীবন বিভিন্ন ভাবে প্রভাবিত হবে। তিন গ্রহের এই গোচর ৫ রাশির জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। ফলে পারিবারিক, আর্থিক ইত্যাদি নানান সমস্যায় জড়িয়ে পড়বেন তাঁরা। অন্য দিকে শনি অস্ত থাকায় তাঁর প্রভাব খর্ব থাকবে। দৈত্য গুরু শুক্র, গ্রহের যুবরাজ বুধ ও গ্রহরাজ সূর্যের রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতকদের সমস্যার মুখে পড়তে হবে, সে সবই জেনে নিন এখানে।
বৃষ রাশি (Taurus Zodiac)
ফেব্রুয়ারি মাসে এই তিন গ্রহের পরিবর্তন বৃষ রাশির জাতকদের জীবনে নেতিবাচক প্রভাব বিস্তার করবে। এই মাসে দশম স্থানে শুক্র ও শনির যোগ তৈরি হওয়ায় আপনাদের মানসিক অবসাদ বাড়তে পারে। কোনও না-কোনও কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন এই রাশির জাতক। শুধু তাই নয় শনি ও শুক্রের কারণে অপ্রয়োজনীয় দৌড়ঝাপ করতে হতে পারে এই রাশির জাতকদের। চাকরিজীবীদের বদলির সম্ভাবনা রয়েছে। পারিবারিক কলহের পরিবেশ থাকবে এই মাসে। শত্রুরাও আপনাদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবেন। তাই শত্রুদের থেকে সতর্ক থাকুন।
মিথুন রাশি (Gemini Zodiac)
এই রাশির অধিপতি বুধ, ফেব্রুয়ারি মাসে অষ্টম ও নবম স্থানে সঞ্চার করবেন। মাসের শেষের সপ্তাহে কিছুটা স্বস্তি পেতে পারেন এই রাশির জাতকরা। তবে ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রচুর ব্যয় মোকাবিলা করতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে অবসাদগ্রস্ত থাকতে পারেন। এই মাসে নিজের স্বাস্থ্যের যত্ন নিন। কোনও অসুস্থতার কারণে জেরবার হতে পারেন এই রাশির জাতকরা। আবার কোনও নিকটাত্মীয় আপনার ওপর রেগে থাকতে পারেন। ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে মতভেদের প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দিতে পারে। জ্যোতিষ অনুযায়ী আর্থিক পরিস্থিতিতে বিস্তর ওঠা-পড়া থাকবে।
আরও পড়ুন:
৪ দিন পর মকরে বুধ, ভাগ্যের তারা চমকাবে ৫ রাশির, বাড়বে ব্যঙ্ক ব্যালেন্স!
সিংহ রাশি (Leo Zodiac)
ফেব্রুয়ারি মাসে আপনার ওপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাই প্রত্যেকের সঙ্গে নম্র, ভদ্র ভাবে ব্যবহার করুন। কারও সঙ্গে ঝামেলায় জড়াবেন না। অযথা কোনও কলহের অংশীদার হওয়া থেকে বিরত থাকুন। তবে সূর্যের দৃষ্টি থাকায় আপনাদের লাভ ও উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু সন্তানের কারণে চিন্তিত থাকতে পারেন এই রাশির জাতকরা। পরিবারে বিভেদ সৃষ্টি হতে পারে। তাই এই মাসে ধৈর্য ধরে ও সংযমী হয়ে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের।
আরও পড়ুন:
২০ বছর পর তৈরি হয়েছে এই চার ধন রাজযোগ, টাকার পাহাড়ে ৩ রাশি!
ধনু রাশি (Sagittarius Zodiac)
মাসের প্রথম সপ্তাহেই বুধের গোচর হচ্ছে। আবার শনি আপনার রাশি থেকে তৃতীয় রাশিতে গোচর করছে। যার ফলে এই রাশির জাতকদের ফেব্রুয়ারি মাসটি নানান ওঠা-পড়ার মধ্যে দিয়ে কাটবে। অর্থ লগ্নির ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তা না-হলে সমস্যায় জড়াতে পারেন, এমনকি লোকসানের প্রবল সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে সংযমী থাকুন। আধিকারিকরা কোনও কারণে রেগে থাকতে পারেন। এমন পরিস্থিতিতে যে কোনও বিবাদে জড়িয়ে পড়া, আপনার পক্ষে ভালো হবে না। জীবনসঙ্গীর স্বাস্থ্য ও পারিবারিক বিষয়ের কারণে সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। এই মাসে গ্রহের রাশি পরিবর্তন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কমিয়ে দিতে পারে। এই মাসে অপরিকল্পিত ব্যয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন:
এই ৬ রাশির জাতকরা ধনী হবেনই! জ্যোতিষ গণনা মিলিয়ে নিন আপনিও
মকর রাশি (Capricorn Zodiac)
ফেব্রুয়ারি মাসে এই রাশির অধিপতি শনি অস্ত অবস্থায় কুম্ভে বিচরণ করবেন। আবার সূর্যও মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভে প্রবেশ করবে। যার ফলে মকর জাতকদের জন্য ফেব্রুয়ারি মাসটি কষ্টকর প্রমাণিত হবে। এই মাসে কাজ ও ব্যবসায়িক বিষয়ে সমস্যার মুখে পড়তে পারেন। গ্রহ গোচরের ফলে ভালো অর্থ ব্যয় করতে পারেন এই রাশির জাতকরা। এই মাসে ভাইদের সঙ্গে মকর জাতকদের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। রাগ নিয়ন্ত্রণে রাখুন। তা না-হলে আপনার সমস্ত কাজ নষ্ট হয়ে যেতে পারে।
ছবি: Pixabay