West Bengal Local News কলকাতার কাছেই এবার মিলল জাল নোটের (Fake Note Found) পাহাড়। বৃহস্পতিবার বিরাটির কাছে যশোর রোডের উপর থেকে এক ব্যক্তিকে আটক করে শুল্ক দফতর। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছে তল্লাশি চালানো হতেই চক্ষু চড়কগাছ। মিলল বান্ডিল বান্ডিল জাল নোট। রাজ্যে একের পর এক জায়গা থেকে এভাবে বড় অঙ্কের, বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হওয়ায় চাঞ্চল্য।
শুল্ক দফতর জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তারা হানা দেয়। তাদের কাছে খবর আসে এক ব্যক্তি গাড়িতে করে জাল নোট নিয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে এদিন বিরাটি সংলগ্ন যশোর রোডে একটি গাড়িকে আটকানো হয়। শুল্ক দফতর সূত্রে খবর, আটক ব্যক্তির গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ লাখ ২১ হাজার টাকার জাল নোটের হদিশ মেলে। সমস্ত নোট ছিল দুই হাজার ও পাঁচশো টাকার বান্ডিলে। এত বড় টাকার জাল নোট উদ্ধারে চাঞ্চল্য।
97552432
এই বিপুল পরিমাণ জাল টাকা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল আর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। চলছে লাগাতার জেরা। সমস্ত বিষয়টি ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে শুল্ক দফতরের আধিকারীকেরা। পাশাপাশি, ওই ব্যক্তির সঙ্গে আর কেউ রয়েছে না কি ওই ব্যক্তি একাই এই জাল নোটের কারবার চালাচ্ছিলেন সমস্ত কিছু জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা। বাংলাদেশ সীমান্ত দিয়ে এই জাল নোট শহরে নিয়ে আসা হয়েছে বলে সন্দেহ শুল্ক দফতরের আধিকারিকদের। প্রসঙ্গত, মাস খানেক আঘেই কলকাতার তপসিয়া অঞ্চল থেকে বিপুল পরিমাণ জাল নোটের সন্ধান মিলেছিল। STF -এর অভিযানে শহরে পুলিশে জালে নকল টাকা ছাপানোর চক্রের এক কিংপিং-কে সেখান থেকে ধরা হয়। রাজ্যে বেড়েই চলেছে জাল নোটের কারবার বলে উদ্বেগ পুলিশ থেকে শুল্ক দফতর। গত ২৮ ডিসেম্বরই ক্যানিং থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করে পুলিশ।
97431034
উল্লেখ্য, বৃহস্পতিবারই মালদা থেকে উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি টাকা। কালিয়াচক থানা এলাকায় এক মাদক কারবারীর বাড়ি থেকে উদ্ধার হয় ৩৩ লাখ ৩ হাজার টাকা।