ফের বাড়ল আমূল দুধের দাম, লিটারে কত?

লিটার প্রতি দুধের দাম ৩ টাকা বাড়াতে চলেছে ‘আমূল’। দুধের দাম লিটার প্রতি ৬৩ থেকে বেড়ে ৬৬ টাকা হবে। ফলে বহু বাড়িতেই মাসের খরচ এক ধাক্কায় বেড়ে যাবে বলে আশঙ্কা অনেকের। বাজেটের পরেই আমূলের ওই ঘোষণায় চিন্তায় আমজনতা। বর্ধিত দাম, আজ শুক্রবার থেকেই প্রযোজ্য হবে বলে জানা গেছে। 

আমুল গোল্ডের এক লিটারের দাম ছিল ৬৩ টাকা। তা কিনতে দিতে হবে আরও তিনটাকা বেশি। মোষের দুধ এখন প্রতি কেজি ৭০ টাকায় মিলবে। সংস্থাটির এই ঘোষণার পরই ময়দানে নেমেছে কংগ্রেস। ‘আচ্ছে দিন’ উল্লেখ করে বিজেপি সরকারকে নিশানা করেছে কংগ্রেস। 

সূত্রের খবর, উৎপাদন খরচ বাড়ছে, সেজন্যই বেড়েছে দাম। এই দাম বৃদ্ধি আমুলের দুধের সমস্ত ব্র‌্যান্ড অর্থাৎ গোল্ড, তাজা, শক্তি, টি–স্পেশাল সহ সমস্ত ব্র‌্যান্ডে প্রযোজ্য হবে। শুধু উৎপাদন খরচই নয়, প্যাকেজিংয়ের পিছনে খরচও বেড়ে গিয়েছে। পাশাপাশি পরিবহণ খরচও অনেকটাই বেড়ে গিয়েছে। যেকারণেই দাম বাড়ানো হয়েছে।

বাজেটের পরেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম দুধের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস বিজেপি সরকারকে নিশানা করেছে। উল্লেখ্য, এবারের বাজেটে মোট সাতটি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যাকে অর্থমন্ত্রী ‘সপ্তর্ষি’ বলে উল্লেখ করেছেন। এই সাতটি বিষয় হল – অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কৃষিক্ষেত্রে জিজিটাল পরিকাঠামো, পরিকাঠামো ও বিনিয়োগ, সম্ভাবনার উন্মোচন, গ্রিন গ্রোথ বা স্থিতিশীল বৃদ্ধি, যুবশক্তি এবং আর্থিক ক্ষেত্র।

অন্যদিকে, দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সারা দেশের সব জেলার জন্য একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। তা হল, নিত্যপ্রয়োজনীয় ২২টি খাদ্য দ্রব্য একই এলাকায় ভিন্ন দামে বিক্রি করা যাবে না। এরজন্য সব জেলায় একটি করে মনিটরিং সেন্টার খুলতে বলেছে দিল্লি। বাংলায় সাতটি জেলায় তা হলেও ১৬টি জেলায় এখনও তা হয়নি। সেই ১৬টি জেলাকেই নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। 

আরও পড়ুন-ভোটমুখী ৯ রাজ্যে বিশেষ বরাদ্দ, বাজেটে বাংলা কী পেল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *