২৫ জানুয়ারি সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছ শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত অ্যাকশন প্যাকড মুভি পাঠান (Pathaan)। মুক্তির পরেই একের পর এক রেকর্ড করে ব্লকবাস্টার মুভির তকমা ছিনিয়ে নিয়েছে সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি। কেজিএফ ২, বাহুবলীর মতো বিগ বাজেটের দক্ষিণী ছবির বক্স অফিস রেকর্ডকে মুক্তির এক সপ্তাহের মধ্যেই ভেঙে চুরমার করে দিয়েছে শাহরুখের পাঠান। শুধু তাই নয় অগ্রিম টিকিট বুকিংয়ের নিরিখে বিদেশের মাটিতে আরআরআর-এর রেকর্ডকেও ব্রেক করে দিয়েছে শাহরুখের পাঠান। সবচেয়ে কম সময়ে হিন্দি ছবি হিসাবে ৩০০ কোটির ক্লাবে পৌঁছে আমির, সলমান, হৃত্বিকের ছবিকে পিছনে পেলে প্রথম স্থানে উঠে এসেছে শাহরুখের পাঠান (SRK)। বক্স অফিসে যখন পাঠান সুনামি ঠিক সেই সময় বলিউডের দুই খানের মধ্যেও তৈরি হল বিভেদ? ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে বিজ্ঞাপনের জন্য আমিরের জায়গায় পছন্দের মুখ হয়ে উঠেছেন শাহরুখ। একটি অনলাইন পেমেন্ট অ্যাপ সংস্থা নাকি আমিরকে (Aamir Khan) সরিয়ে সেই জায়গায় শাহরুখকে তাঁর জায়গায় নিয়ে আসছেন।
97488825
ছবি মুক্তির প্রথম দশ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৭০০ কোটির ক্লাবে এন্ট্রি নিয়েছে শাহরুখের
পাঠান
। সিনেমার দুদার্ন্ত সাফল্যের জেরে অনলাইন পেমেন্ট অ্যাপ তাদের ব্র্যান্ড অ্যাম্বাসডার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এক বাণিজ্য বিশেষজ্ঞের মতে, লাল সিং চড্ডা বক্স অফিসে মুখ থুবরে পড়ার পর আপাতত নিজেকে গুটিয়ে নিয়েছেন আমির। এমনকী কোনও রকম বিজ্ঞাপনের সঙ্গেও যুক্ত হতে চাইছেন না।
97376611
সেই জন্যই অনলাইন পেমেন্ট অ্যাপ সংস্থাটি আমিরের বদলে ব্র্যান্ড অ্যম্বাসডার হিসাবে শাহরুখকে নিয়ে চিন্তাভাবনা করছে। কিং খানের কাছে নাকি ব্রান্ড অম্বাসডার হওয়ার প্রস্তাবও রেখেছে ওই অনলাইন পেমেন্ট অ্যাপ সংস্থাটি। কিন্তু, এই মুহূর্তে বেশ কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে পাঠান
শাহরুখ
।
95531562
হুন্ডাই, এলজি আর থাম্বসআপের মতো ব্র্যান্ডের মুখ কিং খান। তাই পেমেন্ট অ্যাপের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হবেন কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, পাঠানের চূড়ান্ত সাফল্যের পর দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি থেকেও কাজের প্রস্তাব আসছে বলিউড বাদশা শাহরুখের কাছে।
সিনেমার স্ক্রিপ্ট নিয়ে শাহরুখের দোরে কড়া নাড়ছেন দক্ষিণের পরিচালকরা। এথানেই শেষ নয়। আরও জানা যাচ্ছে, যশ রাজ ফিল্মসের তরফে তৈরি হবে ধুম ৪। পাঠানে অ্যাকশ হিরো হিসাবে নিজেকে সফল প্রমাণ করেছেন শাহরুখ। সেই জন্যই কি ধুম ৪-এর জন্য যশ রাজের প্রথম পছন্দ শাহরুখ? চলতি বছরে কিং খানের ঝুলিতে রয়েছে
ও ডাঙ্কির মতো দুটি ছবি।