Kolkata News: সপ্তাহের মাঝে ব্যাপক ভোগান্তিতে অফিস যাত্রীরা। বাগুইআটি-উল্টোডাঙা রুটে বন্ধ অটো। বেআইনি অটোর প্রতিবাদে অটো চালানো বন্ধ রেখেছেন চালকেরা। এর জেরে ব্যাপক ভোগান্তিতে যাত্রীরা। বৃহস্পতিবার থেকেই চলছে এই বিক্ষোভ।
জানা গিয়েছে, যাত্রী তোলা নিয়ে বচসা থেকে ঝামেলার সূত্রপাত। ওই রুটের বৈধ অটোচালকদের উপর অবৈধ অটোচালকদের দাদাগিরি ও মারধরের অভিযোগে বৃহস্পতিবার দুপুর থেকেই অটো চালানো বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন তারা। অটোচালকদের এই দ্বন্দ্বে নাভিশ্বাস যাত্রীদের। অফিস টাইমে অটো না পেয়ে ব্যাপক অসুবিধেয় যাত্রীরা। বাসে বাসে বাদুরঝোলা ভিড়। অফিস থেকে স্কুল-কলেজ দিনের ব্যস্ত সময়ে অটো না পেয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…