বাস থেকে নামতেই পিষে দিল গাড়ি, গতির বলি বিশেষভাবে সক্ষম পড়ুয়া

West Bengal News : ট্রাকচালকের বেপরোয়া মনোভাবের ফলে বৃহস্পতিবার মর্মান্তিক পথ দুর্ঘটনার (Road Accident) সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার তমলুক (Tamluk) এলাকা। দ্রুতগতিতে আসা ট্রাকটির (Truck) ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল ১ জনের। গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার তমলুকে (Tamluk) নিমতৌড়ি ১১৬ নম্বর জাতীয় সড়কে (NH116)।

97402487

স্থানীয় সূত্রে খবর, ভোর সাড়ে চারটা নাগাদ নিমতৌড়ি প্রতিবন্ধী স্কুলের একটি কালচারাল টিম মধ্যরাতে অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার সময় নিমতৌড়ীতে দু’জন প্রতিবন্ধী স্কুলবাস থেকে নেমে যান। ওই দু’জন প্রতিবন্ধী বাড়ি ফেরার জন্য রাস্তার ধার দিয়ে যাওয়ার সময়, মেচেদা থেকে হলদিয়া দিকে যাওয়ার পথে নিমতৌড়ী স্মৃতি সৌধের সামনে একটি ট্রাক (Truck) নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই দুজনকে‌।

97341431

এর ফলে, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক প্রতিবন্ধীর, আহত হন আরও একজন। ঘটনাস্থলে পুলিশ এসে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে (Tamralipta Government Medical College) নিয়ে যায়। হাসপাতালে পৌছনোর পরে চিকিৎসকরা দুজনকে পরীক্ষা করার পড়ে একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম দীনেশ মাহাতো, বয়স ২৭ বছর এবং আহত ব্যক্তির নাম অশান্ত বর, বয়স আনুমানিক ৫০ বছর। এক প্রত্যক্ষদর্শী এই দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে বলেন, “সব কিছুই ঠিকঠাক ছিল। হঠাৎ করেই ট্রাকটি যে এরকম হুড়মুড় করে ঢুকে পড়বে, উপস্থিত থাকা কেউই ভাবতে পারেননি। আর অত ভোরে রাস্তাঘাট প্রায় ফাঁকাই ছিল। তাই কেউই এমন দুর্ঘটনার ব্যাপারে আন্দাজ করেননি। দুর্ঘটনা ঘটার পড়ে তড়িঘড়ি পুলিশে খবর দিই আমরা।”

97394150

ওই দুজন ব্যক্তিকে ধাক্কা মেরে ট্রাকটি সড়ক থেকে নেমে গিয়ে একটি জায়গায় আটকে যায়। ট্রাকটি আটকে যাওয়ার পরেই চালক ট্রাক থেকে নেমে পালিয়ে যায়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। সন্ধান চালানো হচ্ছে পালিয়ে যাওয়া ট্রাক চালকেরও। উল্লেখ্য,

পূর্ব মেদিনীপুর

জেলায়

পথ দুর্ঘটনায়

মৃত্যু নতুন কিছু না। ট্রাক চালক ও পথচারীদের বারবার সচেতন করা হলেও এই বিষয়ে হুঁশ ফিরছে না কারোরই। কিছুদিন আগেই এই ১১৬ নম্বর জাতীয় সড়কেই এক বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। উত্তেজিত জনতা সেই সময় ঘাতক ট্রাকে ব্যাপক ভাঙচুর চালান।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *