বিস্ফোরণে উড়ে যাবে রাম জন্মভূমি! হুমকি ফোনে অযোধ্যায় আতঙ্ক

বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে অযোধ্যার রাম জন্মভূমি। এমনই এক উড়ো হুমকি ফোনে চাঞ্চল্য পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, অযোধ্যার রামকোট এলাকার বাসিন্দা মনোজ ভোরবেলা একটি হুমকি ফোন পান। ফোনের ওপার থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি জানান, রাম জন্মভূমি কমপ্লেক্সে একটি বোমা রাখা হয়েছে। সকাল ১০টার মধ্যে সেটির বিস্ফোরণ করা হবে। প্রাথমকিভাবে হকচকিয়ে গেলেও সঙ্গে সঙ্গে গোটা বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন মনোজ। তড়িঘড়ি তল্লাশি শুরু করে পুলিশ।

97394549

কী জানাচ্ছে পুলিশ?

রাম জন্মভূমি এলাকার নিকটবর্তী থানার স্টেশন হাউস অফিসার সঞ্জীব কুমার বলেন, “আমরা হুমকি ফোনের খবর পেয়েছি। পুলিশের অভিযোগ দায়ের হয়েছে। আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি।” তিনি আরও জানান, দ্রুত অজ্ঞাতপরিচয় ওই কলারকে চিহ্নিত করার চেষ্টা চলছে। ফোন নম্বর ট্র্যাক করে ব্যক্তির বর্তমান অবস্থান জানার কাজ করছে উত্তরপ্রদেশ পুলিশ।

97559160

অযোধ্যায় আতঙ্ক

রামকোট এলাকার ওই বাসিন্দার থেকে হুমকি ফোন পেতেই সতর্কতা জারি করা হয় অযোধ্যায়। আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। রাম মন্দিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এদিকে, আগামী বছর লোকসভা নির্বাচনের আগেই রাম মন্দির উদ্বোধন করার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন অমিত শাহ। ইতিমধ্যেই জোরকদমে রাম মন্দির নির্মাণের কাজ চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। উল্লেখ্য, বুধবারই নেপাল থেকে অযোধ্য়ায় এসে পৌঁছেছে শালগ্রাম শিলা। এই পাথর দিয়েই ভগবান রামের মূর্তি নির্মাণ করা হবে।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *