মাত্র ১৫০ টাকা বাঁচিয়ে এলআইসি এই স্কিমে বিনিয়োগ করুন, লাখপতি হবে আপনার সন্তান

দেশের সবথেকে বড় পাবলিক সেক্টর ইনস্যুরেন্স কোম্পানি LIC-র ওপর ভরসা রাখে কোটি কোটি মানুষ। দেশবাসীর ধারণা, বিনিয়োগের জন্য সবচেয়ে উপযুক্ত ও নিরাপদ স্থান (LIC Policy)। আর্থিক সুরক্ষার পাশাপাশি এলআইসি-তে বিনিয়োগ করে একটা মোটা রিটার্ন (Maximum Return)পাওয়া যায়।

সব বাবা-মা তাদের সন্তানের নিরাপদ ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আপনিও যদি শিশুদের নিরাপদ ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে LIC-এর চিলড্রেন মানি ব্যাক প্ল্যানে (New Children Money Back Plan) বিনিয়োগ করতে পারেন। এতে প্রতিদিন ১৫০ টাকা জমিয়ে আপনি ১৯ লাখ টাকা রিটার্ন পেতে পারেন। 

জেনে নিন কী এই স্কিম। 

LIC-র এই স্কিম অনুসারে, মেয়াদপূর্তির পরিমাণ কিস্তি আকারে আপনাকে দেওয়া হয়। মানি ব্যাকের নিয়ম মেনে প্রথমে ১৮ বছর, দ্বিতীয়বার ২০ বছর ছাড়াও ২৫ বছর বয়সে এই টাকা দেওয়া হয়। এই স্কিমে(০-১২) বছর বয়সী শিশুদের জন্য পলিসি নেওয়া যেতে পারে। এতে আপনি শিশুর জন্য ১ লক্ষ টাকার বিমা নিতে পারেন। তবে বিমার ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণের কোনও সীমা নেই।

LIC-র এই পলিসিতে প্রতিদিন ১৫০ টাকা জমা দিতে হবে। যার অর্থ বছরে এর মাধ্যমে ৫৫ হাজার টাকা বিনিয়োগ হবে পলিসিতে। ২৫ বছর পর আপনার সন্তান পলিসির মেয়াদ পূর্ণ হলে ১৯ লাখ টাকা পাবে।

শিশুর বয়স ২৫ বছর হলে তাকে পুরো টাকা দেওয়া হবে। এর সঙ্গে থাকবে ৪০ শতাংশ বোনাস। এই পলিসির মাধ্যমে আপনি কম সময়ে বেশি টাকা পেতে পারেন। শিশুর ২৫ বছর বয়সে এই পলিসির অধীনে সম্পূর্ণ বেনিফিট পাওয়া যায়। শিশুর বয়স ২০ বছর পর্যন্ত আপনাকে প্রিমিয়াম দিতে হবে। 

রোজ ১৫০ টাকা

যদি আপনি আপনার শিশুর জন্য রোজগার থেকে ১৫০ টাকা বাঁচান, আর জীবন তরুণ রাজনীতিতে বিনিয়োগ করেন, তাহলে আপনার বছরের প্রিমিয়াম ৫৪ হাজার টাকা হবে। আট বছর আপনার মোট বিনিয়োগ ৪,৩২,০০০ টাকা হবে। বাচ্চাদের পড়া এবং অন্যান্য প্রয়োজনের দিকে খেয়াল রাখা এই প্লান বিনিয়োগ করতে পারেন। 

আরও পড়ুন-আদানি-হিন্ডেনবার্গ প্রভাব; LIC-র মূলধন কমেছে ৬৫,৪০০ কোটি টাকারও বেশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *