মার্কিন কংগ্রেসের গুরুত্বপূর্ণ কমিটিতে ৪ ভারতীয় বংশোদ্ভূত

Joe Biden : বাইডেন প্রশাসনের নয়া সিদ্ধান্ত। মার্কিন কংগ্রেসের গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেলেন চার ভারতীয় বংশোদ্ভুত। চার ভারতীয় বংশোদ্ভুত হলেন রাজা কৃষ্ণমূর্তি, প্রমিলা জয়পাল, অমি বেরা এবং রো খান্না। গত বুধবার তাদের নিয়োগের কথা জানিয়েছে মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিম ম্যাকার্থি। মার্কিন কংগ্রেসের মহিলা সদস্য প্রমিলা জয়পালকে অভিবাসন কমিটির র‌্যাঙ্কিং সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। গুরুত্বপূর্ণ অভিভাসন কমিটির সদস্য হিসেবে তাঁকে নিযোগ করায় স্পষ্টত খুশি তিনি। মার্কিন কংগ্রেসে তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত সদস্য, যিনি এই কমিটিতে স্থান পেলেন। নিজের দায়িত্ব সম্পর্কে তিনি যে সচেতন, কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রমিলা।

97367892

৫৭ বছর বয়সী অমি বেরাকে গোয়েন্দা সংক্রান্ত বিষয়গুলি পরিচালনা করার জন্য মার্কিন কংগ্রেস গঠিত কমিটির সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই কমিটি আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CIA), জাতীয় গোয়েন্দা সংস্থা (DNI), ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (NSA)-এর পাশাপাশি সামরিক গোয়েন্দা সংস্থা সহ দেশের গোয়েন্দা কার্যক্রমের তদারকি করে থাকে। এই কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হতে পেরে তিনি সম্মানিত বলে জানিয়েছেন ৫৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুূত ওই মার্কিন সাংসদ। গোয়েন্দা বিষয় কমিটি ছাড়াও বিদেশ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত কমিটিতেও কাজ করতে দেখা যাবে অমিকে। সেই সঙ্গে জাতীর নিরাপত্তার দিকটা তিনি নজরে রাখবেন বলেও আশ্বাস দিয়েছেন।

97571140

আরেক

ভারতীয় বংশোদ্ভূত

রাজা কৃষ্ণমূর্তিকে করা হয়ে মার্কিন কংগ্রেসের চিন বিষয়ক কমিটির র‌্যাঙ্কিং সদস্য। এই কমিটি আমেরিকার সঙ্গে চিনের সম্পর্কের বিষয়টি দেখাশোনা করে থাকে। কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরেই বেজিংকে নিশানা করেন কৃষ্ণমূর্তি। তাইওয়ানে চীনা আগ্রাসন নিয়ে সরব হন। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে মনে করছেন ভারতীয় বংশোদ্ভূত ওই মার্কিন কংগ্রেসের সদস্য।

97519625

এছাড়া, অন্য ভারতীয় বংশোদ্ভূত রো খান্নাকে করা হয়েছে কংগ্রেসের অর্থনৈতিক, প্রযুক্তি এবং নিরাপত্তা ও বাণিজ্যিক সংক্রান্ত কমিটির সদস্য। তবে, চিন নিয়ে কৃষ্ণমূর্তির ভিন্ন সুর শোনা গেছে খান্নার গলায়। চিনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে তিনি চেষ্টা করবেন বলে কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর জানিয়েছেন।

শুধু মার্কিন কংগ্রেসের কমিটিতে নয়,

বাইডেন প্রশাসনের

ভারতীয় বংশোদ্ভূতদের ছড়াছড়ি। পেন্টাগন থেকে শুরু করে প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূতরা। সেই তালিকায় নতুন করে সংযোজিত হল আরও চারজনের নাম।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *