মার্কিন পরমাণু অস্ত্র ঘাঁটিতে নজরদারি চিনা গুপ্তচর বেলুনের! বিস্ফোরক দাবি পেন্টাগনের

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বলেন,’স্পষ্টতই এই বেলুনের উদ্দেশ্য নজরদারি করার জন্য।’  শীর্ষ মার্কিন কূটনীতিকের বেজিং সফরের কয়েকদিন আগে এঘটনা দুই দেশের মধ্যে চলতে থাকা টানাপোড়েনকে ফের চাগিয়ে তুলেছে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন পরমাণু অস্ত্র ঘাঁটিতে নজরদারি চালাচ্ছে চিনা গুপ্তচর বেলুন। এমনটাই দাবি করল আমেরিকা। বেলুনটি গুলি করে নামানোর কথা বিবেচনা করেছিলেন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও অন্যান্য পদস্থ সেনাকর্তারা। কিন্তু প্রেসিডেন্ট জো বিডেনের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে বিরত থাকেন। কারণ, এরফলে মাটিতে থাকা অনেক মানুষ বিপদে পড়তে পারতেন। ক্ষতি হতে পারত।

পেন্টাগন বৃহস্পতিবার দাবি করেছে, যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দিয়ে উড়ে যাওয়া একটি চিনা গুপ্তচর বেলুনকে ট্র্যাক করেছে। প্রসঙ্গত, কয়েকদিন পরই শীর্ষ মার্কিন কূটনীতিকের বেজিং সফরে যাওয়ার কথা। যা কিনা কূটনৈতিকভাবে বিশেষ তাত্পর্যপূর্ণ। সেই সফরের ঠিক কয়েকদিন আগে এঘটনা দুই দেশের মধ্যে চলতে থাকা টানাপোড়েনকে ফের চাগিয়ে তুলেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বলেন,’স্পষ্টতই এই বেলুনের উদ্দেশ্য নজরদারি করার জন্য।’ তিনি আরও বলেন, বেলুনটি উত্তর-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দিয়ে উড়ে গিয়েছে। যেখানে ভূগর্ভস্থ সাইলোসে সংবেদনশীল বিমানঘাঁটি এবং কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এটি চিনের দিক থেকে কোনওরকম হুমকি বলে মানতে নারাজ পেন্টাগন।

আরও পড়ুন, বড় খবর! একলাফে ১ লিটার দুধের দাম ৩ টাকা বাড়াল আমূল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *