মাসের এই তারিখগুলোর একটিতে জন্ম? কোটি টাকার সম্পত্তির মালিক হতে পারেন!

Date of Birth Numerology: নিউমেরোলজি অনুসারে জন্মতারিখ বিচার করে আমাদের প্রত্যেকের একটি করে মূলাঙ্ক থাকে। মাসের কোন তারিখে জন্ম, তা হিসেব করেই মূলাঙ্ক নির্ধারণ করা যায়। এই মূলাঙ্ক সব সময় ১ থেকে ৯-এর মধ্যে কোনও একটি সংখ্যা হয়ে থাকে। নিউমেরোলজি বা সংখ্যা জ্যোতিষ অনুসারে মূলাঙ্কের হিসেবে আমাদের ভাগ্য বিচার করা যায় এবং ব্যক্তিত্ব সম্পর্কেও জানা যায়। আজ আমরা আলোচনা করব ৭ মূলাঙ্কের জাতকদের নিয়ে।

কোনও মাসের ৭, ১৬ বা ২৫ তারিখে জন্ম হলে আপনি ৭ মূলাঙ্কের জাতক। এঁরা অত্যন্ত ভাগ্যশালী হন। এঁদের উপরে ছোটবেলা থেকেই কুবের দেবের আশীর্বাদ থাকে। জীবনে কোনও দিন আর্থিক সংকটের মধ্যে পড়েন না ৭ মূলাঙ্কের জাতকরা।

96965417

কুবেরের আশীর্বাদ থাকে

নিউমেরোলজি অনুসারে কোনও মাসের ৭, ১৬ ও ২৫ তারিখে জন্ম হলে আপনার উপর সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ বর্ষিত হয়। সেই কারণে আর্থিক দিক থেকে

এঁরা অত্য়ন্ত ভাগ্যশালী হন

। এঁরা জীবনে প্রচুর সম্পদ লাভ করতে পারেন। বলা যেতে পারে ৭ মূলাঙ্কের জাতকরা জন্ম থেকেই অর্থবান হন। এঁরা জীবনে প্রচুর উন্নতি করেন। পারিবারিক সূত্রে অর্থবান হওয়ার পাশাপাশি ৭ মূলাঙ্কের জাতকরা নিজের চেষ্টাতেও প্রচুর অর্থ উপার্জন করেন।

সব কাজেই সাফল্য

কোনও মাসের ৭, ১৬ বা ২৫ তারিখে জন্ম হলে

সব কাজেই সাফল্য পাবেন

আপনি। সব সময় সব কাজেই এঁরা সৌভাগ্যলক্ষ্মীকে পাশে পান। এঁরা অত্যন্ত বুদ্ধিমান ও পরিশ্রমী। সেই কারণে যে কাজ করবেন বলে ঠিক করেন, তা এঁরা সফল ভাবে সম্পূর্ণ করে ফেলেন। এঁরা স্বাধীনচেতা এবং অন্য কারোর অধীনে কাজ করতে পছন্দ করেন না। এঁরা সাধারণত বড় ব্যবসায়ী বা রাজনীতিবিদ হয়ে থাকেন। নেতৃত্ব দেওয়ার দারুণ ক্ষমতা থাকে ৭ মূলাঙ্কের জাতকদের।

সংসারে খুশি নিয়ে আসেন

এঁরা শুধু নিজের জন্য ভাগ্যশালী নন, পরিবারের জন্যও খুশি নিয়ে আসেন ৭ মূলাঙ্কের জাতকরা। এঁদের জন্মের সঙ্গে সঙ্গেই পরিবারের ভাগ্যন্নোতি ঘটে। সুখ ও সমৃদ্ধি এঁদের হাত ধরেই এঁদের পরিবারে বিরাজ করে। ৭ মূলাঙ্কের জাতকদের জেরে এঁদের পরিবারে মান-সম্মান বাড়ে।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *