রান্নার সময় আচমকা উড়ল ভাতের হাঁড়ি, গুরুতর জখম বধূ

West Bengal News : রান্না করার সময় বিস্ফোরণ (Blast)! আর বিস্ফোরণের জেরে গুরুতর জখম হলেন এক মহিলা। বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বালুরঘাট (Balurghat) শহরের তিন নম্বর ওয়ার্ডের অত্রি কলোনি এলাকায়। বিষয়টি নজরে আসতেই ওই মহিলাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে (Balurghat District Hospital) নিয়ে যাওয়া হয়। বর্তমানে বালুরঘাট হাসপাতালে (Balurghat District Hospital) চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা।

97433978

বিস্ফোরণের জেরে মুখ ও চোখে মূলত আঘাত লেগেছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ (Balurghat Police Station)। পরিবার সূত্রে জানা গেছে, ওই মহিলার নাম সীমা সরকার (৫৪)। বাড়ি বালুরঘাট (Balurghat) শহর ৩ নম্বর ওয়ার্ডের উত্তর চকভবানী অত্রি কলোনি এলাকায়। দুঃস্থ পরিবার হওয়ার কারণে রাস্তা ও জঙ্গল থেকে সামগ্রী কুড়িয়ে তা দিয়ে রান্না করেন তিনি।

97372120

গতকালও তিনি কিছু কাগজ ও বিয়ের সামগ্রী কুড়িয়ে এনেছিলেন। সেগুলি দিয়ে বুধবার রান্না করছিলেন। এই দিন দুপুরে ওই মহিলা ভাত রান্না করবার সময় হঠাৎই বিস্ফোরণ হয়। আওয়াজ শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন ওই মহিলা। বিষয় নজরে আসতেই স্থানীয়রা তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। রান্না করা খড়ির সঙ্গে পটকা ছিল বলেই অনুমান করছেন পরিবার থেকে স্থানীয়রা। যা উনুনে পড়তেই বিস্ফোরণ হয়৷ যা ফেটেই গুরুতর জখম হয়ে পড়ে ওই গৃহবধূ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটেনি। এদিকে বিস্ফোরণের ভেঙে যায় উনুন। পড়ে যায় ভাতের হাঁড়ি। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে ওই মহিলার অবস্থা স্থিতিশীল বলে

বালুরঘাট হাসপাতাল

কর্তৃপক্ষ জানিয়েছেন।

97442944

এই বিষয়ে আহত মহিলার স্বামী নিরঞ্জন সরকার বলেন, “স্ত্রীকে নিষেধ করি সব কুড়িয়ে যেন না নিয়ে আসে। বাড়িতে খড়ি আছে সেগুলো দিয়েই রান্না করতে বলি৷ গতকাল একটি বিয়ে বাড়ির পড়ে থাকা সব নিয়ে এসেছিল৷ যার মধ্যে পটকা ছিল। যা ফেটেই স্ত্রী আহত হয়েছে। বর্তমানে সে অনেকটাই সুস্থ রয়েছে৷” অন্যদিকে এই বিষয়ে DSP হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ জানিয়েছেন, “আমার এই বিষয়টি জানা নেই। কি হয়েছিল তা খোঁজ নেওয়ার পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।” স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশী তাপস মহন্ত বলেন, “আমি বাড়িতেই ছিলাম। হঠাৎ করে একটা

বিস্ফোরণের

শব্দ পাই। বাইরে বেরিয়ে বুঝতে পারি এই বিস্ফোরণ নিরঞ্জনবাবুর বাড়িতে হয়েছে। তারপরেই তড়িঘড়ি ওনার স্ত্রী’কে হাসপাতালে ভর্তি করি সবাই মিলে।”

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *