শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিসে স্থগিতাদেশ হাইকোর্টের, স্বস্তি শুভেন্দুর

কলকাতা হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর। তাঁকে পাঠানো শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিসে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। তিন সপ্তাহ পর এই মর্মে ফের একবার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিনে করা একটি টুইটকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। এরপরই তাঁর বিরুদ্ধে প্রথম FIR দায়ের করা হয়। বিষয় গড়ায় শিশু সুরক্ষা কমিশন পর্যন্ত। কমিশনের তরফ থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে শোকজ করা হয়। সেই শোকজকে চ্যালেঞ্জ জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু।

97516883

কেন শোকজ করা হয়েছিল শুভেন্দুকে?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) তিন বছরের শিশুপুত্রকে নিয়ে একটি টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই টুইটের প্রেক্ষিতে বিতর্কের সৃষ্টি হয়। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয় বেলেঘাটা থানায়। পরবর্তীকে শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ করা হয় রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে। টুইট খতিয়ে দেখে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন তাঁকে শোকজের সিদ্ধান্ত নেয়। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিশুপুত্রকে নিয়ে লেখা শুভেন্দু অধিকারীর টুইট ‘অত্যন্ত কুরুচিকর’। সর্বোপরি তা ভারতীয় দণ্ডবিধি এবং শিশুর সুরক্ষা আইন লঙ্ঘন করেছে।

95580143

শুভেন্দুকে প্রশ্ন বিচারপতির

শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের BJP বিধায়ক। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার ভিত্তিতে শুনানি হয় কলকাতা হাইকোর্টে। চাইল্ড রাইটস কমিশনের নোটিস চ্যালেঞ্জ মামলায় শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, “মামলাকারী একজন জনপ্রতিনিধি। তিনি বিরোধী দলনেতাও। তিনি একটি টুইট করেন এবং তার পরিপ্রেক্ষিতে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়।” এরপর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেন, “এই ‘টুইট এবং অভিযোগের ভিত্তিটা কী?” জবাবে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, “সেটা আমাদেরও প্রশ্ন।” বিচারপতি আরও প্রশ্ন করেন, “কে কয়লা ভাইপো? কাকে বলা হয়েছে? লেডি কিমটাই বা কে? অভিযোগকারী শিল্পা দাস কে?” শুভেন্দু অধিকারী শোকজের উত্তর দিয়েছিলেন কি না জানতে চান বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। জবাবে শুভেন্দু অধিকারীর অপর আইনজীবী সৌম্য মজুমদার জানান, শোকজের উত্তর দেওয়া হয়েছিল। ১৮ বছরের কম বয়সী কোনও কারও সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে কি না, তা নিয়েও শিশু সুরক্ষা কমিশনে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতার আইনজীবী।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *