অসুস্থ জীবনমুখী সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। যার জেরে রামপুরহাটের শোতে যেতে পারলেন না তিনি। এ বছর রামপুরহাট উৎসবে পারফর্ম করার কথা ছিল নচিকেতার। ৩ জানুয়ারি অর্থাৎ শুক্রবার সেখানে পৌঁছনোর কথা ছিল তাঁর। এর জন্য কলকাতা থেকে গাড়ি করে বীরভূমে যাওয়ার কথা ছিল নচিকেতার। কিন্তু, শারীরিক অসুবিধার জেরে এতটা পথ গাড়িতে সফর করতে পারবেন না নচিকেতা। নিজের সমস্যার কথা আয়োজকদের জানান তিনি। এরপরেই আয়োজকদের তরফে সোশাল মিডিয়ায় ঘোষণা করা হয়, নচিকেতার পরিবর্তে বিশিষ্ট সংগীত শিল্পী তথা রাজনীতিক বাবুল সুপ্রিয় ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন। এক ভিডিয়ো বার্তার মাধ্যমে দর্শকের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন জীবনমুখী সংগীত শিল্পী। যা ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
97329406
৪০ সেকেন্ডের ওই ভিডিয়োতে
নচিকেতা
বলেন, “৩ ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটে আসতে পারছি না। কারণ, এই মুহূর্তে গাড়ি করে ৩৫০ কিলোমিটার যাওয়ার মতো অবস্থায় নেই আমি।” তাঁর সংযোজন, “ডাক্তারবাবু আমাকে সেটা করতে নিষেধ করেছেন। আমি চাই, আপনাদের অনুষ্ঠান সফল হোক। আমি কথা দিচ্ছি, পরের বার আপনাদের ওখানে গিয়ে মনোরঞ্জন করব। আমি জানি শেষ মুহূর্তে সমস্যায় ফেললাম আপনাদের। কিন্তু, আমি পরে কম্পেনসেট করে দেব।”
87041456
তবে ঠিক কী শারীরিক সমস্যা হয়েছে সেটা জানাননি
নচিকেতা
। এই সময় ডিজিটালের তরফ থেকে তাঁকে ফোন করা হলেও ধরেননি সংগীত শিল্পী। তবে শিল্পীর চোখে মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। তার মধ্যেও যতটা সম্ভব হাসিমুখে নেটিজেনদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে তিনি রামপুরহাট না যাওয়ার সিদ্ধান্ত নেন।
85835371
এই অবস্থা দেখে চিন্তিত তাঁর অনুরাগীরা। সুকুমার গুছাইত নামের এক ব্যক্তি জানান, তিনি শিল্পীর বড় ভক্ত। একসময় তাঁর শোর স্টেজ বানিয়েছিলেন। যা দেখে অবাক হয়েছিলেন জীবনমুখী সংগীত শিল্পী। আজ প্রিয় শিল্পীর অবস্থা দেখে উদ্বিগ্ন তিনি। শুভাশীষ লালা নামের এক ব্যক্তির কথায়, “আপনি সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র। সুস্থ থাকুন। আরও গান, আরও সুর সৃষ্টি করুন। আপনার দীর্ঘ জীবন কামনা করি।” অনুপ দের কথায়, “তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন নচিদা। বাবু গুহ ঠাকুরতার কথায়, “নচিকেতার প্রতিভাকে অস্বীকার করা যায় না। উনি কঠিন রোগে আক্রান্ত। সকলে প্রার্থনা করুন মানুষটা যেন সুস্থ হয়ে ওঠেন। আমিও একই প্রার্থনা করছি।”