Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় উত্তাল গোটা রাজ্য। শাসকদল তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতাকর্মীর গ্রেফতারিতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি। কুন্তলের সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের ছবি প্রকাশ্যে আসার পর তাঁকেও ছেড়ে কথা বলছে না বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার এই প্রসঙ্গে বোমা ফাটালেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি সৌমিত্র খাঁ। শুক্রবার বিবাহ বিচ্ছেদ মামলায় বাঁকুড়া জেলা হাজিরা দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) ও তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব তৃণমূলনেত্রী সায়নী ঘোষ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘সায়নী ঘোষ নাচতে নাচতে সবার বিরুদ্ধে মামলা করেন। কয়েক বছর আগে দেবাদিদেব মহাদেবকে নিয়ে তিনি অশালীন মন্তব্য করেছিলেন। আমি বলছি কুন্তল ও সায়নী ঘোষের কোনও অবৈধ সম্পর্ক ছিল কিনা, সেটাও তদন্ত করে দেখা উচিত।’
97415141
নিয়োগ দুর্নীতিতে
কুন্তলের
(Kuntal Ghosh) গ্রেফাতরির পর যুব তৃণমূলনেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) সঙ্গে প্রকাশ্যে তাঁর ছবি এসেছে। ধৃত তৃণমূল নেতার সঙ্গে তাঁর ছবি নিয়ে সায়নীকে ক্রমাগত বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে। বৃহস্পতিবার রুবি মোড় থেকে বেহালার শখের বাজার অবধি বাইক র্যালির আয়োজন করেছিল বিজেপি যুব মোর্চা। সেখানে থেকে সায়নীকে আক্রমণ করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল বলেন, ‘উনি তৃণমূলের যুব সংগঠনের নেত্রী। তাঁর সঙ্গে কুন্তল ঘোষকে দেখা গিয়েছে। কুন্তল কোটি কোটি টাকা চুরি করেছে, চাকরি চুরি করেছে। দুর্নীতে আর কে কে জড়িত আমরা জানতে চাই।’
97573974
সৌমিত্র খাঁয়ের মন্তব্য প্রসঙ্গে এই সময় ডিজিটালের তরফে
ফোন করা হলেও পাওয়া যায়নি। এদিকে সম্প্রতি কুন্তল ঘোষ প্রসঙ্গে মুখ খুলেছিলেন সায়নীও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কুন্তল ঘোষকে চিনি না, কখনই এই কথা বলব না। একাধিক ছবিতে ওঁকে আমার সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে, সেটাও আমার অজানা নয়। প্রচুর মানুষের সঙ্গে রোজ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেখা হয়। অনেকেই এসে আমাদের সঙ্গে ছবিও তোলেন। ব্যক্তিগতভাবে সবাইকে চেনা তো সম্ভব নয়। তবে কুন্তল ঘোষ আমাদের যুব সংগঠনে রয়েছেন। তাই ওঁকে আমি চিনি।’