Budget Cigarette Tax:
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট 2023-24-এ সিগারেটের উপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, এরফলে সিগারেটের দামের উপর প্রভাব ফেলবে সামান্যই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের সিগারেটের দাম বাড়তে পারে। তবে দাম বাড়তে পারে সামান্যই। একটি সিগারেটের দাম বাড়তে পারে মাত্র 7 থেকে 12 পয়সা। বিশেষজ্ঞদের বক্তব্য, এই দাম বৃদ্ধি ধূমপায়ীদের উপর সামান্য প্রভাব ফেলতে পারে। সিগারেট সংস্থাগুলো সহজেই এই ধাক্কা সহজ করতে পারবে বলে মনে করা হচ্ছে। কোম্পানিগুলির লাভের মার্জিনের উপর এটি কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সিগারেটের উপর শুল্ক কতটা বেড়েছে?
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর বাজেট বাজেট বক্তৃতায়
সিগারেটের উপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব
দিয়েছেন। সেখানে প্রায় 16 শতাংশ কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
97522330
সিগারেটের দাম কত বাড়বে?
এই পদক্ষেপের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিগারেটদের উপর কর বৃদ্ধি সিগারেট প্রস্তুতকারকদের মুনাফায় প্রভাব ফেলবে বলে মনে করা হয় না। এক্ষেত্রে কর বৃদ্ধি পেতে পারে 15-16 শতাংশ। বিভিন্ন ধরনের এক একটি সিগারেটের দাম 7 থেকে 12 পয়সা বৃদ্ধি পেতে পারে। তিনি জানিয়েছেন, এটি লাভের উপর এক শতাংশের তুলনাতেও কম ফেলবে। পাশাপাশি এটি কোম্পানিগুলির ট্যাক্স ক্রেডিটকেও প্রভাবিত করবে না বলেই জানানো হয়েছে। এপ্রসঙ্গে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই শুল্ক বৃদ্ধি সিগারেটের দামে কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। 1 এপ্রিল থেকে নয়া দাম লাগু হতে পারে।
শুল্ক কত হবে?
2023-24 সালের বাজেটে ঘোষণার পর 70 মিলিমিটারের বেশি কিন্তু 75 মিমি দৈর্ঘ্যের কম, এমন ফিল্টার সিগারেটের উপর প্রতি 1000 স্টিকের ক্ষেত্রে শুল্ক 545 টাকা থেকে বেড়ে হচ্ছে 630 টাকা। 65 মিলিমিটারের বেশি কিন্তু 70 মিলিমিটারের কম এমন 1000 স্টিকের ক্ষেত্রে শুল্ক 440 টাকা থেকে বাড়িয়ে 510 টাকা করা হচ্ছে।
97521458
প্রসঙ্গত, শুধুমাত্র সিগারেটের উপর শুল্ক নয়, একইসঙ্গে শুল্ক বাড়ছে অন্য একাধিক জিনিসেও। কর বৃদ্ধি পেয়েছে আমদানি করা নানা যন্ত্রাংশের। একইসঙ্গে কিচেন চিমনি ও ইমিটেশন জুয়েলারির উপরও শুল্ক বৃদ্ধি করেছে কেন্দ্র। পাশাপাশি এই তালিকায় রয়েছে ন্যাপথা ও রুপোর বারের মতো জিনিসও। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সেক্টরগুলিতে দেশীয় শিল্পকে উৎসাহিত করতেই এই দ্রব্যগুলির উপর আমদানি শুল্ক বৃদ্ধি করা হয়েছে।