সেক্টর ফাইভের বহুতল থেকে ঝাঁপ, আত্মঘাতী আইটি কর্মী

কলকাতা: সেক্টর ফাইভের বহুতল থেকে আত্মঘাতী আইটি কর্মী। সৃজন কর্পোরেট পার্কের বহুতল থেকে আত্মঘাতী ২৩ বছরের যুবতী। ঘটনাস্থলে বিধাননগর ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

সংস্থার কর্মীদের দাবি, সল্টলেকের সেক্টর ফাইভের সৃজন কর্পোরেট পার্কের তৃতীয় তলে অবস্থিত ‘দাস রাইটিং সার্ভিস প্রাইভেট লিমিটেড’ নামক সংস্থায় কাজ করতেন রাজারহাট এলাকার বাসিন্দা বছর ২৩-এর ঐশ্বর্য্য শর্মা। শুক্রবার অন্যান্য দিনের মতো অফিসে আসেন যুবতী। দুপুরে অফিসের সব সহকর্মীরা মিলে সিনেমা দেখতে যান, ঐশ্বর্য্য-ও গিয়েছিলেন। তবে, সিনেমা দেখার পর তিনি ফের অফিসে আসেন।

এরপরই অফিস থেকে হঠাৎই বেরিয়ে যায় ওই যুবতী। কিছু পরেই সৃজন কর্পোরেট পার্কের বহুতল থেকে নিচে ঝাঁপ দেন তিনি, এমনটাই প্রত্যক্ষদর্শীদের দাবি। তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।

সহকর্মীদের দাবি, বেশকিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ঐশ্বর্য্য। তার পরিবারের পক্ষ থেকেও অফিসকে সেই কথা জানানো হয়। এরপর আজকেও সিনেমা দেখে ফেরার পর তার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করেন কর্মীরা। তার পরিবারকেও খবর দেওয়া হয়েছিল বলে অফিস সূত্রে খবর। কী কারণে আত্মঘাতী? তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ওই বহুতলের সিসিটিভি ফুটেজ এবং অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। যুবতীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *