North 24 Parganas : আপনি কি ভালো সেলফি তুলতে পারেন ? যদি পারেন, তাহলে আপনার এই দক্ষতার পূর্ণ মর্যাদা দিতে তৈরি বাংলার দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব মেলা। আজ্ঞে হ্যাঁ, সেলফি তোলা নিয়ে প্রতিযোগিতার আয়োজন হয়েছে মেলায়। নেটিজেনরা কে, কত ভালো নিজস্বী তোলায় হাত পাকিয়েছেন, সেটা একবার পরখ করে দেখতেই পারেন উত্তর ২৪ পরগনায় বানীপুর হস্তশিল্প মেলায় (Banipur Lok Utsav) গিয়ে। সেলফি তুললে আপনিও ‘সেরা সেলফি সম্মান’ ছিনিয়ে নিতে পারেন। সেলফি জোন (Selfie Zone) এখন অনেক জায়গায় দেখা যায়, কিন্তু সেই সেলফি তুলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায়, এরকম উদ্যোগে অবাক সকলেই। এ বছর মেলার অন্যতম আকর্ষণ এই সেলফি জোনের প্রতিযোগিতা।
97421354
২৯ জানুয়ারি থেকে চলছে বাংলার দ্বিতীয় বৃহত্তম এই লোক উৎসব মেলা। বানীপুর মাঠে অনুষ্ঠিত হওয়া মেলায় এবার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে সেলফি জোন ও সেলফি কনটেস্ট। মেলা দেখতে আসা এক দর্শনার্থী বলেন, “এটা বেশ একটা অভিনব উদ্যোগ। এরকম সেলফি নিয়ে প্রতিযোগিতার আয়োজন আগে কোথাও দেখিনি। বেশ ভালই লাগছে। দু’বছর করোনার কারণে মেলাটা হয়নি। এ বছর তাই এমনিতেই বাড়তি আনন্দ।” রাজ্যের বিভিন্ন প্রান্তে
বানীপুর লোক উৎসবের
কথা ছড়িয়ে দিতে পাশাপাশি প্রযুক্তির যুগে মানুষকে নতুন করে উৎসাহ দিতে তৈরি হয়েছে ঝলমলে আলোয় সাজানো বানীপুর লোক উৎসব সেলফি জোন। সেখানেই মেলায় ঘুরতে আসা মানুষ তুলছেন গ্রুপ ফটো। পাশাপাশি মেলা কমিটির তরফ থেকে আয়োজন করা হয়েছে সেলফি কনটেস্ট প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিদিন সেরা সেলফির খেতাব জিতে নিচ্ছেন নিজেদের সেলফি পোস্ট করে। এই সেলফি জোনকে ঘিরে ভিড় জমছে চোখে পড়ার মতো। ভিড় বাড়ার কারণে রয়েছে পুলিশি নিরাপত্তাও।
97419047
সব মিলিয়ে এবার মেলায় বিশেষ আকর্ষণ এই সেলফি জোন। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষই এখন এই সেলফি জোন এ ছবি তুলে আপলোড করতে ব্যাস্ত। প্রতিদিনই মেলায় অন্য কোথাও ভিড় থাকুক আর না থাকুক সেলফি জোনে মানুষের নজরকাড়া ভিড় রয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন এই উদ্যোগকে গা ভাসাচ্ছে সাধারণ মানুষও। লোক উৎসবকে সমগ্র
সহ গোটা বিশ্বের কাছে আলাদা পরিচিতি করে তুলতে এবারের এই সেলফি জোনের ভাবনা। তাহলে আর দেরি কী ? সেলফি তোলার অভ্যাস থাকলে চলে যান বানীপুর লোক শিল্প মেলায়। কে বলতে পারে, হাতে করে একটি পুরস্কার সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে পারেন।