১০০০ কোটি হতে আর দেরি নেই! মাইলস্টোনের দিকে দৌড়চ্ছে শাহরুখের ‘পাঠান’

বক্স অফিসে হইহই রইরই, পাঠান ঝড়ে কাঁপছে গোটা দেশ। শাহরুখের কামব্যাক যে কামাল করে দিয়েছে সেই নিয়ে আর কোনও প্রশ্ন থাকে না। একের পর এক রেকর্ড ভেঙ্গে চুরমার। এই সপ্তাহেও বিরাট ছক্কা হাঁকানোর সম্ভাবনা রয়েছে শাহরুখের।

আর মাত্র ৩০০ কোটির অপেক্ষা। তারপরেই সাফল্যের মাইলস্টোন, ১০০০ কোটির ক্লাবে পাঠান – বক্স অফিসে এই ধামাকা দেখতেই মুখিয়ে আছেন সকলে। প্রথম দিন থেকেই চূড়ান্ত ব্যবসা করেছে এই ছবি। ৯ দিনেই ৭০০ কোটির ব্যবসা করেছে শাহরুখের পাঠান। বলিউডের হাল ফিরিয়েছেন শাহরুখ। ছবি বানাতে লেগেছিল প্রায় ৩০০ কোটি, সেইখানে ৭০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।

আরও পড়ুন [ ‘টাকা-পয়সা, আত্মবিশ্বাস ফুরোচ্ছিল সবার, ‘পাঠান’ শাহরুখ-ই খেলা ঘোরালেন..’, বললেন শাহিদ ]

প্রথম দিনেই ৫৭ কোটির ব্যবসা করেছিল এই ছবি। টেক্কা দিয়েছে বাহুবলী এবং কেজিএফের মত ছবিকেও। সারা সপ্তাহ জুড়েই শাহরুখ ম্যাজিক চলেছে সিনেমাহলে। ছবি রিলিজের পর থেকেই ভক্তদের নাচ-হুল্লোড়। প্রসঙ্গে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছিলেন, শাহরুখ এবং সলমন একই ছবিতে অ্যাকশান করছেন এই দৃশ্য বিরল। তারপর, আবার চার বছর পরে শাহরুখ কামব্যাক করেছেন বলে কথা। করণ অর্জুনের পর অনেকদিন পর আবার অ্যাকশান দৃশ্যে দেখা গেল তাঁদের।

উল্লেখ্য, ছবির প্রথম দি থেকেই ঘোরতর বিতর্ক। বয়কট গ্যাং এর তরফে নানান সময় নানা বিতর্ক টানা হয়েছিল। পোশাকের রং থেকে ছবির নাম- পাঠান রিলিজ করলে সিনেমাহল জ্বালিয়ে দেওয়া হবে এমন হুমকিও দেওয়া হয়। তবে, নিন্দুকদের মুখে ছাই, রমরমিয়ে দৌড়চ্ছে এই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *