40 হাজারের আইফোন 9 হাজারের কমে কেনার সুযোগ, অফার দেখলে মাথা ঘুরে যাবে!

অনেক দিন ধরেই নতুন আইফোন কেনার ভাবনা। কিন্তু পকেটের কথা ভেবে বারবার সিদ্ধান্ত বদল করেছেন? সস্তায় আইফোন কেনার দুর্দান্ত সুযোগ পাওয়া যাচ্ছে। 39,990 টাকার iPhone SE 2020 8,990 টাকায় কেনার সুযোগ দিচ্ছে Flipkart। তবে এই অফারে কেনাকাটা করতে মানতে হবে কয়েকটি শর্ত। সস্তায় আইফোন কেনার জন্য কী করবেন? দেখে নিন:

iPhone SE 2020: দাম ও ডিসকাউন্ট

64 GB স্টোরেজের iPhone SE 2020-তে 27 শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে Flipkart। 39,990 টাকার বদলে 28,990 টাকায় এই ফোন বিক্রি হচ্ছে ফ্লিপকার্টে। তাই 30,000 টাকা বাজেটে আইফোন কেনার স্বপ্নপূরণ করতে চাইলে আপনার জন্য আদর্শ এই মডেল। তবে চাইলে আরও বেশ সেভিং করা যাবে এই ফোনে। এক্সচেঞ্জ অফার ও ব্যাঙ্ক ডিসকাউন্ট একত্রিত করলে 9,000 টাকার কম দামে পকেটে ভরতে পারেন ব্র্যান্ড নিউ আইফোন।

পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে iPhone SE 2020 কিনতে চাইলে অতিরিক্ত 20,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। যদিও পুরনো ফোনের দাম ঠিক করবে ফ্লিপকার্ট। ফোনের মডেল ও অবস্থার উপরে নির্ভর করছে এক্সচেঞ্জ ভ্যালু। Flipkart Axis Bank Card ব্যবহার করে এই ফোন কিনলে পাবেন 5 শতাংশ ক্যাশব্যাক।

97474603

iPhone SE 2020: স্পেসিফিকেশন

iPhone SE 2 – তে রয়েছে 4.7 ইঞ্চি রেটিনা ডিসপ্লে। 2020 সালে এই ফোন লঞ্চ করেছিল

Apple

। আইফোনের এই মডেলে রয়েছে Apple A13 Bionic চিপ রয়েছে। একদিকে যখন প্রায় সব ফোনের পিছনে একাধিক ক্যামেরা ব্যবহার হচ্ছে তখন সস্তায় এই আইফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা দিয়েছিল Apple।

iPhone SE 2020

– তে রয়েছে 12 MP ক্যামেরা। সঙ্গে কোয়াড LED ডুয়াল টোন ফ্ল্যাশ থাকছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য 7 MP ক্যামেরা দিয়েছে কুপার্টিনোর সংস্থাটি। সেখানে HDR সাপোর্ট। 1080p 30 fps ভিডিয়ো রেকর্ড করা যাবে।

97080137

IP67 রেটিং থাকার কারণে জল ও ধুলোয় এই ফোনের কোনও ক্ষতি হবে না। সাদা, কালো ও লাল রঙে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন। এই ফোনে ফেস আনলকের বদলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রয়েছে 18 W ফাস্ট চার্জিং সাপোর্ট।র

97194822

ফ্লিপকার্টের

iPhone

-এর এই অফার সম্পর্কে আপনার কী মতামত? নীচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *