Amul Milk Price : ‘মোদী-শাহ হয়ত দুধ খান না’, তীব্র কটাক্ষ অধীরের

মধ্যবিত্তের পকেটে জোর ধাক্কা দিয়ে শুক্রবার ফের বেড়েছে আমূল দুধের দাম। আমূল কোম্পানি প্রতি লিটার দুধের দাম তিন টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কটাক্ষের সুরে তিনি বলেন, “মোদী-শাহ হয়ত দুধ খান না। কিন্তু, দেশের শিশুদের জন্য নিয়মিত দুধের প্রয়োজন হয়। ফলে দাম বাড়ালে মধ্যবিত্তের যন্ত্রণা বাড়বে, এটা বোঝা উচিত।”

97571074

প্রসঙ্গত, ২০১৯ সালে দেশজুড়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছিল। দ্বিগুণ, তিনগুণ দামের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মন্তব্য ছিল, ‘আমি তো পেঁয়াজ খাই না। তাই দাম বৃদ্ধি নিয়ে কিছু বলতে পারব না।” নির্মলা সীতারামনের এই মন্তব্য দেশজুড়ে বিতর্কের সৃষ্টি করেছিল। সেই সময়ও কংগ্রেসের তরফে তাঁকে কটাক্ষ করা হয়েছিল। সেই মন্তব্যের রেশ ধরেই এদিন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, “মোদী-শা হয়ত দুধ খান না। কিন্তু, দেশের শিশুদের দুধের প্রয়োজন রয়েছে।”

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *