CBSE Latest News: নির্দিষ্ট সময়ে বলতে হবে গল্প, পড়ুয়াদের জন্য প্রতিযোগিতার আয়োজন সিবিএসই-র

গল্প বলার প্রতিযোগিতা শুরু হয়েছে CBSE-র স্কুলে। 2022-23 সালের গল্প বলার প্রতিযোগিতা ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। বিগত কয়েক বছর ধরেই তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য সংশ্লিষ্ট প্রতিযোগিতার আয়োজন করে CBSE। এবছর প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রীরা CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে CBSE স্টোরিটেলিং ওয়েব পোর্টাল থেকে রেজিস্টার করতে পারবেন। আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা প্রতিযোগিতায় আবেদনের সুযোগ পাবেন। CBSE-র আয়োজিত গল্প বলার প্রতিযোগিতা স্কুল, আঞ্চলিক এবং জাতীয় স্তরে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণের পর্যায় অনুযায়ী প্রতিযোগিতা বিবরণী জেনে নিন:

স্কুল লেভেল: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর অধীনস্থ স্কুলগুলি 17 থেকে 31 জানুয়ারী পর্যন্ত সমস্ত বিভাগের ছাত্রছাত্রীদের জন্য তাদের নিজস্ব একটি গল্প বলার প্রতিযোগিতা পরিচালনা করেছে। আর সেখান থেকেই প্রতিযোগিতাটিতে আঞ্চলিক স্তরে অংশগ্রহণের জন্য প্রতিটি বিভাগের একটি সেরা প্রার্থী নির্বাচন করা হয়েছে।

97483362

আঞ্চলিক লেভেল: আঞ্চলিক স্তরের প্রতিযোগিতা

CBSE

স্টোরিটেলিং অ্যাপের মাধ্যমে 1 থেকে 12 ফেব্রুয়ারি ডিজিটাল মাধ্যমে পরিচালনা করা হবে। সেক্ষেত্রে আঞ্চলিক স্তরে, প্রতিটি CBSE অঞ্চল থেকে প্রতিটি বিভাগের একটি করে সেরা গল্প নির্বাচন করা হবে। আর সেই প্রতিযোগিতায় জিতলে প্রত্যেক বিজয়ী একটি অনলাইন মেধা শংসাপত্র পাবেন।

জাতীয় লেভেল: আঞ্চলিক স্তর থেকে নির্বাচিত সেরা প্রার্থীদের জাতীয় স্তরে ডিজিটালি মূল্যায়ন করা হবে। যার দায়িত্বে থাকবেন বিশেষজ্ঞদের কমিটি। বিজয়ী ছাত্রছাত্রীরা অনলাইন মেধা সার্টিফিকেট পাবেন।

কীভাবে ভিডিয়ো আপলোড করতে হবে:

আঞ্চলিক স্তরের জন্য গল্প বলার ভিডিয়ো

CBS

E-র স্কুলগুলি আপলোড করবে। 1 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। স্কুলগুলি CBSE স্টোরিটেলিং অ্যাপের মাধ্যমে অ্যানড্রয়েড ফোন ব্যবহার করে ছাত্রছাত্রীদের ভিডিয়োগুলি আপলোড করতে পারবে। সেক্ষেত্রে স্কুলগুলিকে যে সকল ছাত্রছাত্রীর ভিডিয়ো আপলোড করা হবে তাদের বাবা-মা অথবা অভিভাবকের থেকে অনুমতিপত্র নিতে হবে।

97081593

ভিডিয়ো তৈরির নিয়ম:

ভিডিয়োর মাপ 2 এমবি-র বেশি হলে চলবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিভাগের জন্য ভিডিয়োর সময়সীমা হল 2 মিনিট। আবার মাঝের বিভাগ অর্থাৎ ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের 2-3 মিনিটের মধ্যে ভিডিয়ো তৈরি করতে হবে। আর সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি বিভাগ অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভিডিয়ো 3-4 মিনিটের মধ্যে করতে হবে। ছাত্রছাত্রীদের গল্প বলার সৃজনশীলতা, সাবলীলতা, বিষয়বস্তু উপস্থাপনা এবং অভিব্যক্তির ভিত্তিতে ভিডিয়োর মূল্যায়ন করা হবে।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *