Faraaz movie release: ঢাকায় ‘১৬-তে সেই জঙ্গি হামলায় ঠিক ঘটেছিল? হাইকোর্টে ছাড় পেতেই রিলিজ ‘ফরাজ’

পাঠান সিনেমার পর পরিচালক হংসল মেহতার থ্রিলার সিনেমা ‘ফরাজ’ নিয়েও বিতর্কের সৃষ্টি হয়। তবে বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলা নিয়ে তৈরি সিনেমা ফরাজ অবশেষে আইনি জটিলতা কাটিয়ে মুক্তি পাচ্ছে। প্রসঙ্গত, এই সিনেমার মুক্তির নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল অনেকে। কিন্তু আদালতের পক্ষ থেকে এই সিনেমা মুক্তিতে সবুজ সঙ্কেত দিয়ে দেওয়া হয়। আর তাই হংসল মেহতার সিনেমা ফরাজ কোনও প্রতিবন্ধকতা ছাড়াই ৩ ফেব্রুয়ারি, শুক্রবার মুক্তি পায়। 

‘ফরাজ’ নিয়ে আপত্তি

দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও তালওয়ান্ত সিং তাঁদের আদেশে এই হামলায় আক্রান্ত মহিলা ও তাঁর দুই মেয়ের দায়ের করা আর্জি খারিজ করে দেন। ওই মহিলা ফরাজ সিনেমা নিয়ে আপত্তি তুলেছিলেন। কারণ এই ফরাজ তাঁর ছেলের নাম। এই আপত্তির জেরে মহিলা আদালতের দ্বারস্থ হন। কিন্তু আদালত এ প্রসঙ্গে ওই মহিলাকে জানিয়ে দেয় যদি নাম মেলার বিষয় থাকে, তাহলে আপনার আগে পাকিস্তানে জনপ্রিয় কবি আহমেদ ফরাজের পরিবার আপত্তি তুলতেন।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: ডিটেক্টিভ করিনা, কেট উইন্সলেটের সেই চরিত্রে এবার বেবো

পরিচালককে নোটিশ পাঠায় হাইকোর্ট

প্রসঙ্গত, আগের শুনানিতে দিল্লি হাইকোর্টে ফরাজ সিনেমার পরিচালক হংসল মেহেতা ও প্রযোজককে নোটিশ পাঠিয়ে জবাব চেয়েছিল আদালত। ঢাকা সন্ত্রাসবাদী হামলায় আক্রান্ত মহিলা তথা দুই সন্তানের মা আদালতে এই সিনেমা মুক্তি আটকানোর জন্য আবেদন দাখিল করেছিলেন। বাংলাদেশের ওই নাগরিক আদালতকে জানিয়েছিলেন যে এই সিনেমা তাঁর ব্যক্তিগত বিষয়কে লঙ্ঘন করেছে। 

আরও পড়ুন: Ramayan-Hrithik Roshan: ‘রামায়ণ’ থেকে সরে দাঁড়ালেন হৃত্ত্বিক, রাবণ চরিত্রে দেখা যেতে পারে এই দক্ষিণী তারকাকে

আগেও মহিলার আবেদন খারিজ হয়

গত বছরের অক্টোবর মাসেও একক বিচারপতির বেঞ্চও আবেদনকারী মহিলাকে স্বস্তি দিতে অস্বীকার করেছিল অর্থাৎ এই সিনেমা মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করতে চায়নি আদালত। এরপর বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও তালওয়ান্ত সিং-এর ডিভিশন বেঞ্চে নোটিশ জারি করে প্রযোজকদের কাছে জবাব চেয়েছিলেন। সিনেমার নির্মাতাদের কাছ থেকে জবাব পাওয়ার পর আদালতে স্পষ্ট হয়ে যায় যে মহিলার আবেদনের কোনো যোগ্যতা নেই।  

আরও পড়ুন: Pathaan box office collection: বলিউডে সুদিন ফিরল, চতুর্থদিনে ‘পাঠান’-এর ৪০০ কোটির গণ্ডি পার

ঢাকা সন্ত্রাস নিয়ে ‘ফরাজ’

‘ফরাজ’ সিনেমায় অভিনয় করছেন জাহান কাপুর, আমির আলী, জুহী বব্বর, আদিত্য রাবল ও পলক ললবানী। এই সিনেমার মাধ্যমেই শশী কাপুরের নাতি জাহান কাপুরের বলিউডে আত্মপ্রকাশ ঘটছে। এই সিনেমা সত্য ঘটনার ওপর নির্মিত। ২০১৬ সালের জুলাই মাসে ঢাকা সন্ত্রাসবাদী হামলাকে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। এই ঘটনা সেই সময় পূর্ব বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। ঢাকার হোটেল হোলি আর্টিসান-এ এই জঙ্গি হামলা হয়। এই সিনেমার পোস্টার ও ট্রেলার বেশ প্রশংসা পেয়েছে। এখন ‘ফরাজ’ সিনেমা পাঠানকে ছাপিয়ে চলে যেতে পারে কিনা এখন সেটাই দেখার।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *