Hajj Yatra 2023 : হজ যাত্রায় মুশকিলে বাংলাদেশিরা, আরব পৌঁছনোর খরচ শুনলে চোখ উঠবে কপালে!

Bangladesh Hajj Package : মূল্যবৃদ্ধির ধাক্কায় হজ যাত্রার খরচ লক্ষাধিক টাকা বাড়ল বাংলাদেশে (Bangladesh)। এবার যে সব বাংলাদেশি তাঁদের ধর্মীয় রীতি পালনের জন্য সৌদি আরবে হজ (Saudi Arab Hajj) পালন করতে যাবেন তাদের পকেটে আরও বাড়তি খরচ। বেসরকারিভাবে যে সব এজেন্সির মাধ্যমে হজ পালন করানোর প্যাকেজ দেওয়া হয়েছে তাতে সর্বনিম্ন খরচ হবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এই খরচ গত বছরের তুলনায় বেড়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (Hajj Agency Association Of Bangladesh) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম একথা জানান। তিনি বলেন, গত বছর বেসরকারিভাবে হজ যাত্রার জন্য সাধারণ প্যাকেজ ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। তিনি বলেন, হজযাত্রীদের চাহিদা অনুসারে বিভিন্ন প্যাকেজ থাকবে। যার যেমন খুশি তিনি তাঁর সামর্থ অনুযায়ী হজ প্যাকেজ বুকিং করতে পারবেন। প্রত্যেক হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা, ম্যানেনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকার সনদ লাগবে।

97492723

কোটি কোটি ইসলাম ধর্মাবলম্বী

সৌদি আরবে হজ

করতে যান। এটি তাঁদের ধর্মীয় রীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তবে

ইসলামে

হজ পালন তারাই করতে পারেন যাদের সামর্থ আছে। সৌদি আরবের ধর্মমন্ত্রক জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুলাই সৌদ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাচ্ছেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সরকারি ব্যবস্থায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন যেতে পারবেন হজ করতে। করোনাভাইরাস মহামারির কারণে সৌদি আরব হজ যাত্রীদের ঢুকতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ফলে ২০২০ সালে বাংলাদেশ থেকে কেউ হজ পালন করতে পারেননি। ২০২১ সালেও বিদেশিদের জন্য হজ পালনে নিষেধাজ্ঞা বহাল ছিল। করোনার প্রকোপ কমে এলে ২০২২ সাল থেকে বিভিন্ন দেশের হজ যাত্রীদের কোটা অর্ধেক করেছে সৌদি আরব।

97368922

বাংলাদেশ হজ কমিটি জানাচ্ছে, চলতি বছর ৬৫ বা তার বোশি বয়সীরা হজে যেতে পারবেন। তবে কোরবানির খরচ প্রত্যেক হজ যাত্রীকে প্যাকেজের বাইরে আলাদা করে দিতে হবে। শাহাদাত হোসেন তসলিম বলেছেন এ বছর হজযাত্রীদের পবিত্র হারাম শরিফের বাইরের চত্বর থেকে সর্বোচ্চ ১৫০০ মিটার দূরত্বে থাকার ব্যবস্থা করা হচ্ছে। নিয়মে আরও বলা হয়েছে, সৌদি আরব সরকার অতিরিক্ত কোনও ফি ধার্য করলে তা হজ যাত্রীদের দিতে হবে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বেসরকারি

হজযাত্রীদের

নিবন্ধন শুরু হবে বাংলাদেশে। হজ প্যাকেজের পুরো অর্থ আগামী ১৫ মার্চের মধ্যে ব্যাংকে জমা করে মানি রিসিট গ্রহণ করতে হবে। হজ যাত্রীদের কোনও দালাল মারফত টাকা জমা না দিতে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী মহম্মদ ফরিদুল হক খান সরকারিভাবে দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছেন। সরকারি প্যাকেজ অনুযায়ী প্রত্যেক হজ যাত্রীর ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা খরচ হবে। গত বছর সরকারিভাবে হজে যেতে সর্বোচ্চ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছিল।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *