Jagadhatri serial update: জগদ্ধাত্রী সিরিয়ালে জ্যাসের চরিত্রে সেই ‘পিলু’? মেঘাকে ঘিরে জল্পনা তুঙ্গে

জনপ্রিয় সিরিয়ালের তালিকায় রয়েছে জগদ্ধাত্রী। যা দর্শকদের বেশ পছন্দের ধারাবাহিক। এছাড়া এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করা নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিকও অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। দর্শকদের মন জয় করা ছাড়াও এই সিরিয়াল টিআরপিতেও কিন্তু দারুণ ফলাফল করেছে। আগের বেশ কিছু সপ্তাহে এই সিরিয়াল টাপারও হয়েছে। তবে এখন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের জন্য এখন জগদ্ধাত্রী দ্বিতীয় স্থানে নেমে এসেছে। যদিও কিছুদিন ধরে শোনা যাচ্ছে জগদ্ধাত্রী-তে অঙ্কিতাকে সরিয়ে সেই জায়গায় নিয়ে আসা হবে পিলু খ্যাত মেঘা দাঁকে।

অঙ্কিতাকে সরিয়ে মেঘা দাঁ

জগদ্ধাত্রী সিরিয়াল হিসাবে সব সিরিযাল থেকেই একটু অন্যরকমের। অন্যান্য সিরিয়ালের মতো এতে সাংসারিক কূটকাচালি নেই, নেই পরকীয় প্রেম অথবা শাশুড়ি-বৌমার অশান্তি। বরং এই ধারাবাহিকে রয়েছে নতুন ধরনের অ্যাকশন ও সাসপেন্স, যা দর্শকদের কাছে একেবারেই নতুন লেগেছে। তবে এখন শোনা যাচ্ছে অঙ্কিতাকে সরিয়ে নাকি নিয়ে আসা হবে মেঘা দাঁকে। 

মেঘা দাঁ ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

আরও পড়ুন: TRP: সেরা দশে নেই ‘মিঠাই’, তলানিতে ‘গাঁটছড়া’! শুরুতেই বাজিমাত করল ‘মেয়েবেলা’

 

জগদ্ধাত্রী-তে এন্ট্রি নেবেন পিলু

না, না ঘাবড়ানোর কিছু নেই অঙ্কিতা-প্রেমী দর্শকদের। জগদ্ধাত্রীর ভূমিকা ছেড়ে কোথাও যাচ্ছেন না অঙ্কিতা। বরং এই সিরিয়ালেই নতুনভাবে যুক্ত হতে চলেছেন মেঘা দাঁ ওরফে পিলু। জগদ্ধাত্রীতেই নাকি এন্ট্রি নিতে চলেছেন তিনি। খুব শীঘ্রই জগদ্ধাত্রীতে একটি নতুন চরিত্রের এন্ট্রি হবে। তাতেই নাকি দেখা মিলবে মেঘার। সিরিয়ালের অন্দরমহলের খবর, এই খবরটা জগদ্ধাত্রীর একটা ধামাকাধার প্রোমো দিয়ে নাকি খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। 

মেঘা দাঁ ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

আরও পড়ুন: Payel dey: ‘সাধক রামপ্রসাদ’ সিরিয়ালে ‘মা কালী’ চরিত্রে পায়েল, বাদ নবনীতা

মেঘা ওরফে পিলু এবার ফিরছেন সিরিয়ালে

পিলু সিরিয়ালের মাধ্যমে সিরিয়ালের পর্দায় পা রেখেছিলেন মেঘা। তাঁর বিপরীতে ছিলেন গৌরব রায় চৌধুরী। গত বছরই সেই সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে। এরপরই মেঘা তাঁর সোশ্যাল মিডিয়ায় শুধুই নাচের ভিডিও পোস্ট করে চলেছেন। কারণ তিনি নাচেরই এক রিয়্যালিটি শো থেকে অভিনয় জগতে আসেন। পিলুর দর্শকেরা চাইছিলেন মেঘা আবার নতুন কোনও সিরিয়ালে ফিরে আসুক। আর এবার দর্শকদের ইচ্ছা মেনে সিরিয়ালে ফিরছেন মেঘা।

আরও পড়ুন: Anurager Chhoya: সিরিয়ালে বিচ্ছেদ, বাস্তবে নাকি প্রেম করছেন ‘অনুরাগের ছোঁয়া’-র সূর্য-দীপা?

নতুন টুইস্ট এসেছে সিরিয়ালে

প্রসঙ্গত, এখন জগদ্ধাত্রী সিরিয়ালে অঙ্কিতা ওরফে জগদ্ধাত্রী গুণ্ডাদের গুলিতে আহত হন এবং তাঁর প্রাণ সংশয় দেখা দিয়েছে। এই প্রোমো দেখার পর অনেকেই মনে করছেন যে এবারই হয়ত মেঘা দাঁ-এর এন্ট্রি হতে পারে সিরিয়ালে। তবে এখনই এই বিষয়ে বিশেষ কিছুই জানা যায়নি।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *