Pet dog refuses to let go bride during vidai ceremony: বাড়ির মেয়ে কেন বাড়ি ছেড়ে যাচ্ছে! কনের পথ আটকাচ্ছে পোষ্য। সেই ভিডিয়ো সোশ্যালে ভাইরাল হয়ে গেল। নেটিজেনদের চোখের জল বাঁধ মানছে না আর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাঁদের পরিবারে কোনও চারপেয়ে আছে, তাঁরাই জানে মায়া কাকে বলে! অনেকে বলেন বাড়িতে পোষ্য থাকা আশীর্বাদের মতো। কুকুররাই বুঝিয়ে দেয় যে, নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে। তাদের উপস্থিতি জীবনকে করে দেয় আরও রঙিন। এবার কুকুরেরই এক কীর্তি ভাইরাল। সেই ভিডিয়ো নিয়ে সোশ্যালে চর্চা। নেটিজেনদের চোখে জল। সম্প্রতি ইনস্টাগ্রামে @i_love_yau_1430 হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, বিয়ের পর একটি মেয়ে তাঁর বাপের বাড়ি ছেড়ে যাচ্ছে নববধূর বেশে। কুকুরের মুখে ভাষা নেই। তবে সে কনের পথ আটকে বুঝিয়ে দিচ্ছে যে, কেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বাড়ির মেয়ে! কুকুরের এই আচরণ দেখে মেয়েটির চোখের জল যেন থামতেই চাইছিল না। এমনকী নেটিজেনরাও আবেগে নিজেদের ধরে রাখতে পারেননি। কেউ বলেছেন কুকুরটিকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য়। কারোর বক্তব্য এটাই সত্যিকারের ভালোবাসা। ভিডিয়োটি গত ৬ জানুয়ারি পোস্ট হয়েছে ইনস্টাগ্রামে। এখনও পর্যন্ত ৩৩ হাজারের বেশি মানুষ সেই ভিডিয়ো দেখে ফেলেছেন। এমন ভিডিয়ো শুধু মনই ভালো করে দেয় না। কোথাও যেন সময়ও থামিয়ে দেয়।
(আরও)