Weather Today: আরও নামল পারদ, কতদিন থাকবে ঠান্ডা? জানাল আবহাওয়া দফতর

৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিম্নগামী থাকবে তাপমাত্রা। ৭,৮ এবং ৯ ফেব্রুয়ারি আবার পারদ ঊর্ধ্বগামী হবে। ১০,১১ ফের নিম্নগামী হবে পারদ। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে থেকে এই মরশুমে আর তাপমাত্রা পতনের কোনও সম্ভাবনা নেই। 

অয়ন ঘোষাল: আরও নামল পারদ। পূর্বাভাস অনুযায়ী রাতের তাপমাত্রা নেমে ১৫-র ঘরে। দিনের তাপমাত্রাতেও রাতারাতি প্রায় ২ ডিগ্রি পতন। শীতের আমেজ ফিরল বঙ্গে।

কলকাতা

১৬.৫ থেকে নেমে রাতের তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ের স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। ওদিকে ২৭.৪ থেকে নেমে কাল দিনের তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ের স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আজ রাতে আরও নামতে পারে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৪-র ঘরে। 

তাপমাত্রার বাড়া-কমা

৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিম্নগামী থাকবে তাপমাত্রা। ৭,৮ এবং ৯ ফেব্রুয়ারি আবার পারদ ঊর্ধ্বগামী হবে। ১০,১১ ফের নিম্নগামী হবে পারদ। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে থেকে এই মরশুমে আর তাপমাত্রা পতনের কোনও সম্ভাবনা নেই। 

উত্তরবঙ্গ

পার্বত্য ও সমতলেও নামবে পারদ। তরাই-ডুয়ার্সের জেলাগুলিতে আজ থেকে রবিবার পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি পারাপতন। সমতলের জেলা অর্থাৎ মালদা, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে সকালে হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। 

পশ্চিমী ঝঞ্ঝা 

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ। একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শনিবার। আবহাওয়ার পরিবর্তন দেশজুড়ে। এর প্রভাবে শুক্রবার থেকে রবিবারের মধ্যে জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিমে পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপ 

বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপের রূপ নিয়ে শ্রীলঙ্কা উপকূলের দিকে ক্রমশ এগোচ্ছে। এর প্রভাবে শ্রীলঙ্কা উপকূল এবং তামিলনাড়ু ও পণ্ডিচেরী করাইকাল উপকূলে উত্তাল হতে পারে সমুদ্র। আজও  ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু উপকূলে।

আরও পড়ুন, ‘সমালোচনা করতে হলে সমকক্ষ হতে হয়’, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অনুপম

CBI-এর বদলে ইংল্যান্ডের MI5-এর উপর এবার ভরসা করতে হবে! কড়া তিরস্কার বিচারপতির

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *