RBI Repo Rate:
চলতি সপ্তাহেই সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সাধারণ মধ্যবিত্ত পরিবার এই বাজেট থেকে কিছুটা হলেও সুরাহা পেয়েছেন। এরমধ্যেই এল বড় খবর। আগামী সপ্তাহেই শুরু হচ্ছে RBI-এর মানিটারি মানিটরি পলিসি কমিটির বৈঠক। জানা গিয়েছে, 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে বৈঠক চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। সেক্ষেত্রে 8 ফেব্রুয়ারিই নিজের বক্তব্য পেশ করবেন RBI গভর্নর শক্তিকান্ত দাস।
এবারের RBI-এর বৈঠকের দিকে বিশেষ নজর রয়েছে মধ্যবিত্ত শ্রেণির। বিশেষ করে হোম লোন গ্রাহকেরা রীতিমতো চাতকের মতোই অপেক্ষা করছেন শক্তিকান্ত দাসের ঘোষণার জন্য। কিন্তু সংবাদ সংস্থার পোল ভিত্তিক রিপোর্ট মোতাবেক, ফের একবার 25 বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধির রাস্তায় হাঁটতে পারে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেক্ষেত্রে RBI-এর রেপো রেট হবে 6.50 শতাংশ। তেমনটা ঘটলে নিঃসন্দেহে মধ্যবিত্তের পকেটের চাপ আরও অনেকটা বেড়ে যাবে।
97267089
যদিও সাধারণ মানুষ এবারের MPC-এর বৈঠক ঘিরে আশাবাদী। কারণ, 2022-এর ডিসেম্বরে খুচরো মুদ্রাস্ফীতি নেমে এসেছে 5.72 শতাংশে। যা কিনা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন। তার আগের মাসে নভেম্বরে এই মুদ্রাস্ফীতি ছিল 5.88 শতাংশ ও অক্টোবরে এই মুদ্রাস্ফীতি ছিল 6.77 শতাংশ।
সাধারণ ভাবে, RBI -এর নীতি অনুযায়ী সর্বোচ্চ
র পরিমাণ 6.0 শতাংশ পার করলেই তা বিপদসীমা ছুঁয়ে ফেলে। গত এক বছর ধরে মুদ্রাস্ফীতি এই সর্বোচ্চ সহনশীল সীমার উপরেই ছিল। যা নামিয়ে আনা RBI, কেন্দ্রের কাছে ছিল চ্যালেঞ্জ স্বরূপ। দীর্ঘ কয়েকমাস চেষ্টার পরে অবশেষে নভেম্বরে সেই সাফল্য পায় RBI। দেশের মুদ্রাস্ফীতি নামে 6 শতাংশের নিচে। ডিসেম্বরে সংখ্যা আরও কিছুটা কমে। তবে তা ফের বাড়তে পারে, এই আশঙ্কা থেকেই RBI আরও একবার রেপো রেট বৃদ্ধি করতে পারে।
97583591
তবে সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, বর্তমানে মুদ্রাস্ফীতি কমছে, ফলে আরবিআই-এর মানিটরি পলিসি কমিটির উপর আর রেপো রেট বাড়ানোর চাপ খুব বেশি নেই। অর্থমন্ত্রীর এই বক্তব্যে আশা দেখছেন হোম লোন নেওয়া মধ্যবিত্ত শ্রেণি। তবে গোটা বিষয়টি স্পষ্ট হবে 8 জানুয়ারি RBI-এর ঘোষণার পরেই।
বর্তমানে রেপো রেট রয়েছে 6.25 শতাংশ। 2022-এর ডিসেম্বরে RBI মানিটরি পলিসি কমিটির বৈঠকের পর 35 বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করতেই রেপো রেট বাড়ে। শুধুমাত্র 2022 সালেই 5 বার রেপো রেট বৃদ্ধি করা হয়। 2021 সালে RBI-এর রেপো রেট ছিল মাত্র 4 শতাংশ। এরপর 2022-এই তা বাড়ে চড়চড় করে। 2023-এর শুরুতে আবারও RBI একই রাস্তায় হাঁটে কিনা, সেদিকে নজর রয়েছে সাধারণ মানুষের।