ফুটবলপ্রেম বাঙালির আবেগ। গঙ্গা-পদ্মা দিয়ে কি তা ভাগ করা যায়? ফুটবল স্রোতে ভাসা বাঙালির অপর আবেগ লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর ‘বিশ্বজয়’ এর লড়াইয়ে বাঙালিও আবেগে ভেসেছিল। বাংলাদেশেও মেসির ক্রেজ নজরকাড়া। বিশ্বকাপের সময় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের এই উচ্ছ্বাস কানে পৌঁছেছে স্বয়ং মেসিরও। এমনকী, বাংলাদেশের ভক্তদের জন্য তিনি দিয়েছেন বিশেষ বার্তাও।
বাঙালিদের উদ্দেশে ঠিক কী বলেছেন মেসি?
আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, “বিশ্বকাপের সময় বাংলাদেশের ভক্তদের সমর্থন পেয়েছি। সমস্ত জায়গাতেই দশ নম্বর জার্সি পরে সাধারণ মানুষের ঘুরে বেড়ানোর বিষয়টি আর্জেন্টিনার সাংবাদিক সোফি মার্তিনেজ আমাকে দেখিয়েছিলেন। এভাবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখার বিষয়টি অন্যবদ্য।” মেসির বাঙালিদের নিয়ে এই বার্তায় কার্যত আপ্লুত ভক্তরা। বিশ্বকাপের সময় বাংলাদেশ কার্যত মেসি এবং রোনাল্ডো ভক্তদের মধ্যে ভাগ হয়ে গিয়েছিল। তারকারাও সামনে এসে প্রকাশ্যে তাঁদের প্রিয় তারকার প্রতি সমর্থন জানিয়েছিলেন।
97594490
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার কোচ
লিওনেল স্কলোনি
বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি বলেন, “আমার মনে হয় মারাদোনার পর মেসির জন্য আর্জেন্টিনার ফুটবল সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের বিরাট সমর্থক রয়েছে। আর এই বিষয়টি জানতে পেরে আমি অত্যন্ত গর্ব অনুভব করছি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশেও আমাদের সমর্থক রয়েছে। প্রসঙ্গত, বিশ্বকাপ জয়ের পরেই তাঁর সতীর্থরা চাইছিলেন মেসি আরও কিছুদিন ফুটবল খেলুক। আর সেই কারণে তিনি অবসর নেননি। এই মহাতারকার ঝুলিতে রয়েছে, সাতটি ব্যালন ডি’অর, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা। অভাব ছিল একটি বিশ্বকাপের। অবশেষে সেই স্বপ্নও পূরণ হয়েছে।
97551636
ফুটবল বিশ্বকাপ শুরুর পর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল। পাশাপাশি তারকারাও ‘ভাগ’ হয়ে গিয়েছিলেন।
র স্বামী তথা বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজ ব্রাজিল সমর্থক ছিলেন। কিন্তু, পরীমণি মেসির অন্ধ ভক্ত। তিনি বলেছিলেন, “মেসি গোল করলেই আমার বুকের মধ্যে গোল হয়ে যায়।” অন্যদিকে, লিটন দাসেরও কার্যত ‘গৃহযুদ্ধ’ বাঁধে। তাঁর স্ত্রী সঞ্চিতা ব্রাজিলের ভক্ত ছিলেন। কিন্তু, লিটন আবার মেসির সমর্থক। তবে পরে অবশ্য মেসির জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন লিটন-পত্নীও। শুধু মেসি নয়, ফুটবল পাগল বাঙালিকে ধন্যবাদ জানিয়েছিলেন অপর ফুটবল মহাতারকা নেইমার। বাংলাদেশের ভক্তদের অফুরান ভালোবাসা পেয়ে আপ্লুত এই ফুটবল তারকাও।