আরও নামল পারদ, শীতের মারকাটারি ব্যাটিংয়ের জোরালো আপডেট জানুন

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই মারকাটারি মেজাজে শীত। আরও নেমে গেল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এক ধাক্কায় ১৪ ডিগ্রির ঘরে নেমে গেল তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘণ্টায় পারদ পতনের এমন পর্ব চলতে থাকবে। অর্থাৎ, রবিবার ছুটির দিনেও আরও কমে যেতে পারে তাপমাত্রা। তবে কি ফের একবার হাড় কাঁপাবে ঠান্ডা? কী বলছে আবহাওয়া দফতর?

গত কয়েকদিন ধরেই একটু একটু করে নেমে যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার তা নেমে গেল ১৪ ডিগ্রির ঘরে। এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। শহর কলকাতার পাশাপাশি শীতের শিরশিরানি ভালোমতো টের পাওয়া যাচ্ছে জেলাগুলিতেও। পশ্চিমের জেলাগুলিতেও ফের একবার জমিয়ে ঠান্ডা পড়েছে। পশ্চিমাঞ্চলের একধিক জেলার পারদ নেমেছে ১২ ডিগ্রির ঘরে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে ঠান্ডার দাপট অনুভূত হচ্ছে।

আরও পড়ুন- বাবার মৃত্যুতে শোকে কাতর ছেলে, তবে ভাগ্যলক্ষ্মীর সহায় কোটিপতি টোটো-চালক

তবে কি ফের একবার চার-ছয় হাঁকানো শুরু করবে শীত? আবহাওয়া দফতর কিন্তু তেমন কোনও ইঙ্গিত দিচ্ছে না। বরং হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শীতের এই স্পেল চলবে আগামী সোমবার পর্যন্ত। সোমবারের পর থেকে তাপমাত্রা একটু একটু করে বাড়বে। ফের এক দফায় ১০ তারিখের পর দিন কয়েক পারদ পতন লক্ষ্য করা যাবে।

তবে সেটাও বড়জোড় দিন দুয়েকের জন্যই। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *