উমরানের মত বোলার অলিতে-গলিতে রয়েছে! কাশ্মীরি পেসারকে ভয়াবহ আক্রমণ পাক তারকার

পাকিস্তানের জাতীয় দলের প্রাক্তন পেসার সোহেল খান এবার চরম অসম্মান করলেন ইন্ডিয়ান সুপারস্টার উমরান মালিককে। বলে দিলেন, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে উমরানের মত পেসার প্রচুর রয়েছে।

২০১৫-য় ওয়ার্ল্ড কাপ ম্যাচে কোহলির সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়া পাক তারকা দ্য নাদির আলি পডকাস্টে বলে দিয়েছেন, “বোলিং মেশিন ছাড়া কেউই শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে পারবে না। কোনও মানুষের পক্ষে এই কীর্তি করা সম্ভব নয়। উমরান মালিক নিঃসন্দেহে ভালো বোলার। ওঁর দু-একটা ম্যাচে বোলিং দেখেছি। খুব দ্রুত রান আপ। সবকিছুই ভালো। তবে যদি ১৫০+ বোলারদের বিষয় বিবেচ্য হয়, আমি এখনই পাকিস্তানের ঘরোয়া স্তরে টেপ বলে কমপক্ষে ১০-১২ জনের নাম বলতে পারি, যারা দেড়শ প্লাস স্পিডে বল করে। লাহোর কালান্ডার্স-এর ট্রায়ালে গেলেই অনেক এরকম বোলার দেখা যাবে।”

“উমরানের মত বোলার এখানে অনেক রয়েছে। ঘরোয়া ক্রিকেটে এরকম বোলার ভর্তি। ঘরোয়া ক্রিকেট স্তর অতিক্রম করে যখন কোনও বোলার জাতীয় দলে সুযোগ পায়, তখন সে সেরা বোলার হিসাবেই নিজেকে প্রমাণ করে আন্তর্জাতিক স্তরে খেলতে নামে। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ- নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। এরকম অনেক নাম বলতে পারি।”

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *