‘এতগুলো বিয়ে কীভাবে সামলালেন…?’ প্রসেনজিৎকে এ কী জিজ্ঞেস করলেন সুদীপ্তা!

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলে কথা। হাজারো সাফল্য – একের পর এক হিট, ইন্ডাস্ট্রি মানেই টলিউডের বুম্বা। কম করে ১০০ জন হিরোইন, তাঁর সঙ্গে বিতর্ক লেগেই রয়েছে। অভিনয় জীবনের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনেও রয়েছে নানান অধ্যায়। কখনও অভিযোগ ওঠে কেরিয়ার নষ্ট করেছেন, আবার কখনও তিন তিনটে বিয়ে! সেই নিয়েও টলিপাড়ায় গল্প কম নেই।

তিনবার বিয়ে করেছেন বুম্বা। কিছুদিন আগেই ‘কাছের মানুষে’র প্রমোশন করতে গিয়েই রসিকতার সুরে এও বলেছিলেন, দেবের যদি আর বেশি দেরি হয় তবে তাঁর চার নম্বর বিয়েও হয়ে যেতে পারে। বিবাহিত জীবনের নানান বিতর্ক হাসিমুখেই এড়িয়ে গেছেন তিনি। আজ দীর্ঘদিন হল অর্পিতার সঙ্গে ঘর করছেন। তবে, সুদীপ্তা চক্রবর্তীর এক প্রশ্নের জবাব আজও দেন নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কী ছিল সেই প্রশ্ন?

বয়সে অনেক ছোট সুদীপ্তা একবার বড়দের মতোই প্রশ্ন করেছিলেন বুম্বা দাকে। অপুর সংসার অনুষ্ঠানে প্রকাশ্যে জানতে চেয়েছিলেন সেই উত্তর। শ্বাশত সেই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে সুদীপ্তাকে বলেছিলেন প্রসেনজিৎকে একটি প্রশ্ন করতে হবে। অনেক ভেবে চিনতে সেই সময় অভিনেত্রী বলেন, “বুম্বা দাকে একটা কথাই জিজ্ঞেস করব, এত ঠান্ডা মাথায় কীভাবে এতগুলো বিয়ে সামলালেন”? ব্যাস! বাকরুদ্ধ শ্বাশত। বললেন… “তোকে এই উত্তর একদিন দেবে দেখিস”।

কিন্তু, কম যান না সুদীপ্তা। হাসির ছলেই বললেন… “বুম্বা দা যা বকা দেবে না। প্রথমেই বলবে খুব দুষ্টু হয়েছিস তো!” এখানেই থামেন নি তিনি। ঋতুপর্ণাকে নকল করতেও বাদ রাখেন নি সুদীপ্তা। সঙ্গে দিদি বিদিপ্তা আরও যোগ করেন, ঋতুকে একটাই প্রশ্ন করব, “সঠিক সময় কোনোদিন কি শুটিং ফ্লোরে আসবেন তিনি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *