চুল ওঠা বন্ধ হয়ে মাথা ভর্তি নতুন চুল গজাবে ২ সপ্তাহেই, ৩ হেনা হেয়ার প্যাকেই হবে ম্যাজিক

Henna For Hair: হেনার হেয়ার প্যাক চুলের যত্নে ব্যবহার করতে পারেন আপনি। এটি আপনার চুলের জন্যে খুবই ভালো। হেনার হেয়ার প্যাকের সন্ধান দিলাম আমরা। আর কী কী উপকার পাবেন, তাও আলোচনা করা হল

Henna Hair Benefits: চুলের যত্ন নেওয়ার জন্যে অনেক ঘরোয়া হেয়ার প্যাকই ব্যবহার করতে পারেন। অনেকে বাজারচলতি হেয়ার মাস্ক কিনেও ব্যবহার করেন যদিও। কিন্তু এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে, যার সাহায্যে আপনি ঘরেই হেয়ার প্যাক বানিয়ে নিতে পারেন। আর এই ধরনের হেয়ার প্যাক এতটাই উপকারী যে দীর্ঘ সময় ধরেও এর জনপ্রিয়তা এতটুকুও কম হয়নি।

বর্তমান প্রজন্মের কাছেও এসব উপাদান চুলের জন্যে ম্যাজিকের মতো কাজ করে। এরকমই একটি উপাদান হল হেনা। হেনা পাউডারের সাহায্যে খুবই উপকারী হেয়ার প্যাক বানিয়ে নিতে পারেন আপনি। আর বাড়িতেই খুব অল্প খরচে হেয়ার প্যাকটি বানিয়ে নেওয়া সম্ভব।

তাহলে এমন হেয়ার প্যাক যা চুলের জন্যে খুবই উপকারী আবার খুব অল্প খরচেই তা বানিয়ে নেওয়া সম্ভব! জেনে নিন এমন হেয়ার প্যাকের সন্ধান। (ছবি- istock)

​হেনা আপনার চুলের কী কী উপকার করে?​

স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এতে আছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান। ইন্টারন্যাশনাল জার্নাল অফ সায়েন্সেস অ্যান্ড টেকনলজি পত্রিকায় প্রকাশিত গবেষণায় এই বিষয়ে উল্লেখ করা হয়েছে।

চুলের

রং ঠিক রাখতে সাহায্য করে। ঠিক এই কারণেই, প্রাকৃতিক রং হিসেবে হেনা ব্যবহার করা হয়।

ফ্রি ব়্যাডিকালের কারণে স্ক্যাল্পের স্বাস্থ্যেও তার নেতিবাচক প্রভাব পড়ে। চুলের গোড়ায় দুর্বল হওয়ায় তা সহজেই উঠে আসে। চুল তাড়াতাড়ি ভেঙে যায়। হেনা এই সমস্যাও সমাধান করে।

পাবেন এই ২ উপকারও

হেনায় আছে কন্ডিশনিং গুণ, যা আপনার চুলের জেল্লা ধরে রাখতে সাহায্য করে। একইভাবে হেনা আপনার চুলের কিউটিকলকে সুরক্ষিত রাখে। আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই হেনার সঙ্গে যখন ডিম বা দই মিশিয়ে

হেয়ার প্যাক

বানানো হয়, সেই হেয়ার প্যাকের গুণে চুলের হাল ফিরতে সময় লাগে না।

স্ক্যাল্পের পিএইচ-এর ভারসাম্য ঠিক রাখে হেনা। এমনকী অতিরিক্ত তেল নিঃসরণও নিয়ন্ত্রণ করে।

হেনার ৩ টি হেয়ার প্যাকের সন্ধান

হেনার মধ্য়ে আছে প্রচুর পরিমাণে ট্যানিস। হেনার মধ্য়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। হেনার মধ্য়ে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস আছে, যা চুলকে ভালো রাখতে সাহায্য করে।

হেনা, টক দই এবং ডিম

এই হেয়ার প্যাক আপনার

চুলের জেল্লা

ফেরাতে সাহায্য করে। চুল ভালো রাখে। এর মধ্য়ে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। কন্ডিশনিং উপাদানও আছে। এটি মাইল্ড ক্লিনজার হিসেবেও কাজ করে। ফলে স্ক্যাল্প পরিষ্কার রাখতেও সাহায্য করে। স্ক্যাল্পকেও খুব শুষ্ক করে তোলে না।

২ টেবিল চামচ হেনা পাউডার নিন। ১ টেবিল চামচ শিকাকাই পাউডার, ১ টেবিল চামচ টক দই এবং ১ টি ডিম নিন।

একটি পাত্রে ২ টেবিল চামচ হেনা নিন। এর সঙ্গে শিকাকাই পাউডার এবং সামান্য জল মিশিয়ে দিন। একটি মিশ্রণ তৈরি হবে। এবার এই মিশ্রণটি এক রাত ভিজিয়ে রাখতে হবে। তারপর এর মধ্য়ে একটি ডিম এবং টক দই মিশিয়ে দিন। এই পেস্ট আপনার চুলে ভালো করে লাগিয়ে নিন। চুলের গোড়াতেও লাগিয়ে নিন এই হেয়ার প্যাক। তারপর ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন।

হেনা এবং মেথি দানা

হেনা যেমন আপনার চুলের জন্যে খুব ভালো। একইভাবে মেথি দানাও কিন্তু আপনার চুলের জন্যে বেশ উপকারী ভূমিকা পালন করে।

আপনার প্রয়োজন ৪ টেবিল চামচ হেনা পাউডার। ১/২ কাপ মেথি দানা। ১ কাপ টক দই।

একটি পাত্রে টক দই নিন। তার মধ্য়ে মেথি দানা মিশিয়ে দিন। সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে উঠে এই মিশ্রণটি ব্লেন্ড করে নিন। তার মধ্য়ে হেনা পাউডার মিশিয়ে নিন। সেই মিশ্রণ আপনার চুলে লাগিয়ে নিন। ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। কন্ডিশনার লাগিয়ে নিন।

হেনা ও জবা পাতা

এই হেয়ার প্যাক আপনার খুশকির সমস্যা কমাতে সাহায্য করে। স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখে। জবা পাতা চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

৫-৬ টি জবা পাতা নিন।

একটি পাত্রে পরিমাণ মতো হেনা পাউডারের সঙ্গে এই জবা পাতাগুলো মিশিয়ে নিন। তার মধ্য়ে সামান্য পরিমাণে জল মেশাতে থাকুন। ধীরে ধীরে মিশিয়ে নিন। ব্লেন্ড করার পর একটি ঘন মিশ্রণ তৈরি করুন। তা আপনার চুলে এবং স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।

সপ্তাহে ১-২ দিন এই ৩ হেয়ার প্যাক ব্যবহার করুন। অতিরিক্ত পরিমাণে হেয়ার প্যাক ব্যবহার করবেন না।

ডিসক্লেইমার: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, এটি কোনও ওষুধ বা চিকিৎসার অঙ্গ নয় আরও বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও পড়ুন:

১ মাসেই পাবেন কোমর ছাপানো লম্বা ঘন চুল, কী ভাবে? সহজ ৫ টিপসে করুন ভরসা

আরও পড়ুন:

৩০ বছরেই মাথা ভর্তি পাকা চুল? রং করে নয় বরং ৩ সহজ টোটকায় কালো চুল পান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *