চোখের সামনে বিকৃত যৌনাচার? দক্ষিণের ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব নয়নতারা

রুপোলি দুনিয়ায় স্বজনপোষণের অভিযোগ নতুন কোনও বিষয় নয়। একাধিকবার ইন্ডাস্ট্রির প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে কাস্টিং কাউচ সংক্রান্ত অভিযোগ উঠেছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন দক্ষিণের সুপারস্টার নয়নতারা। আজ যার অভিনয় দর্শক চুটিয়ে উপভোগ করেন একদিন সেই নয়নতারাই প্রযোজকের স্বজনপোষণের শিকার হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বেশ কয়েক বছর আগে একটি বিগ বাজেটের ছবির প্রস্তাব পেয়েছিলেন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। কিন্তু, কাজ পাওয়ার জন্য কোনও রকমের সমঝোতা করতে নারাজ ছিলেন দক্ষিণী সুন্দরী নয়নতারা। সেই জন্য কোনও কিছু বিচার বিবেচনা না করেই ছবির প্রস্তব ফিরিয়ে দিয়েছিলেন নয়নতারা (Nayanthara On Casting Coutch)। নিজের ট্যালেন্টের প্রতি বরাবরই বিশ্বাস রয়েছে তাঁর। কাস্টিং কাউচের শিকার হয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার একেবারে বিরুদ্ধে নয়নতারা (Nayanthara)।

94759260

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইন্ডাস্ট্রির অন্ধকার দিকটিকে তুলে ধরলেন

নয়নতারা

। কারও নাম না করে তিনি জানান, সিনেমার কেন্দ্রীয় চরিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু, সিনেমার প্রযোজক তাঁর সামনে আপত্তিকর কিছু কাজকর্ম করেন। বেশ কিছু শর্তও তাঁকে দেওয়া হয়। কিন্তু, সেসব কিছুই মানেননি নয়নতরা।

94743724

প্রস্তাব আর শর্ত ফিরিয়ে সেখান থেকে চলে আসেন

ভিগনেস ঘরণী

। নয়নতারার আগে আরও এক দক্ষিণী তারকা অনুষ্কা শেট্টিও ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। ২০২০ সালে অনুষ্কা তাঁর নিসবধম ছবির প্রচারের প্রচারের সময় অন্ধকার দিকটি সকলের সামনে তুলে ধরেছিলেন।

92101476

অনুষ্কা শেট্টিও জানিয়েছিলেন কী ভাবে তেলুগু ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের শিকার হতে হয়। বাহুবলী খ্যাত অভিনেত্রী বলেন, “আমি শিকার করছি যে তেলুগু ইন্ডাস্ট্রিতেও কাস্টিং কাউচ রয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেই পরিস্থিতির কবলে পড়িনি। কারণ আমি যা কর বা বলি তা একদম সোজাসাপটা। অভিনেত্রীদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তাঁরা সহজ উপায়ে কাজ পাবেন নাকি কঠিন পথ পেড়িয়ে কম খ্যাতি অর্জন করবে।”

গত বছর লক্ষ্মী পুজোর দিনেই

নয়নতারা

আর বিগ্নেশ শিবনের ঘর আলো করে তাঁদের যমজ সন্তান। দুই পুত্র সন্তানের বেশ ইউনিক নামও রেখেছেন দক্ষিণের এই ফেমাস তারকা দম্পতি। নয়নতারা আর বিগ্নেশের যমজ পুত্র সন্তানের নাম Uyir আর Ulgam।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *