Kiara Advani Reaches Jaisalmer: জয়সলমেরে পৌঁছে গিয়েছেন কিয়ারা আডবানি। সাদা জাম্পস্যুটে দেখা গিয়েছে তাঁকে। তাঁর চোখে মুখে ভরপুর বিয়ের জেল্লা। তবে কি ৬ তারিখেই সাত পাক ঘুরছেন সিদ্ধার্থ কিয়ারা?
Kiara Advani Sidharth Malhotra Wedding: কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মলহোত্রার বিবাহের প্রস্তুতি একদম শেষ মুহূর্তে! কিয়ারা ও সিদ্ধার্থ মলহোত্রার প্রেমের গুঞ্জন বিটাউনে বেশ আলোচনার বিষয়। তাই তাঁদের বিয়ের কথা যখন প্রথম চাউর হয়, তখন অনুরাগীদের মধ্য়ে উৎসাহের সীমা ছিল না। বিয়ের খবর প্রকাশ্য়ে আসার পর থেকেই কিয়ারাকে বধূ বেশে দেখার জন্যে অপেক্ষা করে আছেন তাঁরা।
এর মধ্য়েই শোনা যায় যে, ৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন কিয়ারা ও সিদ্ধার্থ। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এই কথাও জানা যায় যে, ৪ ফেব্রুয়ারি থেকেই বিবাহ অনুষ্ঠান শুরু হবে। আজ সকালেই পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বইয়ের বিমানবন্দরে দেখা যায় কিয়ারা আদবানিকে। জয়সলমেরের জন্য পাড়ি দিয়েছেন তিনি। সাদা আউটফিট পরেছিলেন কিয়ারা আদবানি। কেমন দেখাচ্ছিল তাঁকে? (সব ছবি- যোগেন শাহ)
কবে বিয়ে সিদ্ধার্থ-কিয়ারার?
কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মলহোত্রার বিয়ের খবর শুনে খুবই খুশি হয়েছেন অনুরাগীরা। অনেক
অপেক্ষার
পর শেষে এই প্রিয় জুটিকে সাত পাক ঘুরতে দেখবেন তাঁরা। সিদ্ধার্থ মলহোত্রা এবং সম্প্রতি একটি রিপোর্টে জানা গিয়েছে, জয়সলমেরে বিবাহ অনুষ্ঠান হবে কিয়ারার। সূত্রের খবর, সূর্যগড় হোটেলে এই বিবাহ বাসর বসবে।
তবে খুব অল্প সংখ্যক অতিথি নিয়েই বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করছেন কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মলহোত্রা। সম্প্রতি একটি রিপোর্টে জানা গিয়েছে, জয়সলমেরে বিবাহ অনুষ্ঠান হবে কিয়ারার। সূর্যগড় হোটেলে এই বিবাহ বাসর বসবে। খুব অল্প সংখ্যক অতিথি নিয়েই বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করছেন কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মলহোত্রা।
সাদা জাম্পস্যুট পরেছিলেন
যদিও নিজেরা এই বিষয়ে কোনও কথাই বলেননি। তবে আজ সকালেই মুম্বইয়ের বিমান বন্দরে দেখা গেল কিয়ারা আদবানিকে। দুপুর হতেই পা রাখলেন জয়সলমেরে। সেখানেই দেখা গেল তাঁকে। পাশে দেখা যায় বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনিশ মলহোত্রাকেও।
সাদা পোশাকে কিয়ারাকে খুব সুন্দর দেখাচ্ছিল। মুম্বইয়ে পরিবারের সদস্যদের সঙ্গেই তাঁকে বিমানবন্দরে ঢুকতে দেখা যায়। পাপারাৎজিদের দেখে হাতও নাড়েন এই অভিনেত্রী। ফটোর জন্যে মিষ্টি হেসে পোজও দেন। এলিগেন্ট দেখাচ্ছিল কিয়ারাকে।
গোলাপি রঙের দোপাট্টায় মিষ্টি দেখাচ্ছিল
কিয়ারা আদবানি সম্পূর্ণ সাদা রঙের একটি আউটফিট পরেছিলেন। এই আউটফিটের আপার বডিফিট প্যাটার্নের ছিল। প্যান্টের প্যাটার্ন ফ্লেয়ারড।
এই সাদা জাম্পস্যুটে কিয়ারার
লুকটি
ছিল দেখার মতোই। রাউন্ড নেকলাইন এবং ফুল স্লিভ দেওয়া হয়েছিল এই পোশাকে। লুকটি সম্পূর্ণ করার জন্যে কিয়ারা গোলাপি রঙের একটি দোপাট্টা নিয়েছিলেন। তাঁর ব্যাগটিও ছিল ট্রেন্ডি। এর সঙ্গে লেদার বুট পরেছিলেন অভিনেত্রী।
চোখে মুখে বিয়ের জেল্লা
তবে হবু কনে কোনও মেকআপ নেননি। কিন্তু মেকআপ ছাড়াও কিয়ারাকে এতটাই মিষ্টি দেখাচ্ছিল যে, প্রশংসা করতে মন চাইবেই। তাঁর চোখে মুখে বিয়ের গ্লো দেখা যাচ্ছিল। চুল খোলাই রেখেছিলেন অভিনেত্রী।
বিয়ের সাজে কেমন দেখাবে বলি-ডিভাকে? দেখার জন্যে অধীর আগ্রহে অনুরাগীরা।
আরও পড়ুন:
খোলাই রাখলেন কোটের সব বোতাম, ডিপনেক ট্রান্সপারেন্ট টপে মধুমিতাকে দেখে ঘুম উড়ল ফ্য়ানদের
আরও পড়ুন:
বিয়েতে সব্যসাচী নয় বরং এই ডিজাইনারের ড্রেস পরবেন কিয়ারা আডবানি, রিপোর্টে ফাঁস লহেঙ্গার রংও!