How To Shave Facial Hair: পুরুষের ত্বকের যত্ন নেওয়াও প্রয়োজন। অনেক পুরুষের মনেই এই প্রশ্ন থাকে যে, ঠিক কতদিন অন্তর দাড়ি কামানো উচিত? এর উত্তর কি আপনি জানেন? পড়ুন বিস্তারিত…
মহিলা বা পুরুষ প্রত্যেকেরই নিজের ত্বকের প্রতি যত্নশীল হওয়া উচিত। সর্বোপরি নিজের প্রতি যত্নশীল হওয়া উচিত। নিজেকে ভালো রাখলেই কিন্তু সব কিছু ভালো রাখা সম্ভব। অনেকেই মনে করেন, পুরুষেরা বোধহয় নিজের লুক নিয়ে সেরকম চিন্তা করেন না! এই কথা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। বরং, তাঁরাও নিজের লুক নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। বর্তমান প্রজন্ম অবশ্যই ট্রেন্ড ফলো করে।
কেমন হেয়ার স্টাইল তাঁদের ভালো লাগবে, দাড়ির স্টাইলিং ঠিক কেমন হওয়া উচিত, সেসব দিকেই খেয়াল রাখেন তাঁরা। এমনকী ত্বকের প্রতিও যথেষ্ট যত্নশীল। যাই হোক, অনেক পুরুষ গালে দাড়ি রাখতে পছন্দ করেন।
অনেকে পছন্দ করেন ক্লিন শেভ করতে। তবে অনেক পুরুষের মনেই এই প্রশ্ন থাকে যে, ঠিক কতদিন অন্তর অন্তর দাড়ি কামানো উচিত? কতদিন অন্তর শেভ করলে তাঁদের বিয়ার্ড স্টাইল একদম ঠিক থাকবে? এই প্রশ্নের উত্তর আজ আলোচনা করলাম আমরা। (ছবি- istock)
কতদিন অন্তর দাড়ি কামানো উচিত?
এই প্রশ্নের উত্তর জানার জন্যে আগে নিজেকেই ছোট ছোট প্রশ্ন করতে হবে।
আপনি কেমনভাবে দাড়ি রাখতে পছন্দ করেন
কেমন বিয়ার্ড স্টাইল আপনার পছন্দ
আপনি কি ক্লিন শেভ করতে চান
দাড়ি রাখলে তার নিয়মিত গ্রুমিং করা প্রয়োজন, সেই সময় দিতে পারবেন কিনা
এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার কাছে থাকে, তবে জেনে নিন ঠিক কীভাবে
যত্ন
নিতে হবে আপনাকে।
ডেলি শেভিং
যদি আপনি ক্লিন শেভ লুক পছন্দ করেন, তবে আপনার মুখে কোনও দাড়ির চিহ্নও থাকা উচিত নয়। এমনকী ছায়াটুকুও থাকা চলবে না। তবে ডেলি শেভিং করতে পারেন। তবে প্রতিদিন দাড়ি কামানোর হলে ত্বকের যত্ন নেওয়ার সময়েও সতর্ক থাকতে হবে আপনাকে। রেজর ব্যবহার করার আগে প্রচুর পরিমাণে শেভিং প্রোডাক্ট লাগিয়ে নিন অবশ্যই।
আফটার শেভ জেল বা ময়শ্চারাইজিং লোশন লাগাতে ভুলবেন না। তবে সবার ত্বক একইরকম হয় না। কারও কারও সংবেদনশীল ত্বক হয়, তাঁদের প্রতিদিন শেভ না করাই ভালো বলে মনে করে বিশেষজ্ঞদের একাংশ।
সবথেকে সহজ উপায় এটি
যাঁরা মুখে সামান্য দাড়ি রাখতে পছন্দ করেন, তাঁরা এই অপশনটি বেছে নিতে পারেন। বেশিরভাগ পুরুষই এই অপশনটি পছন্দ করেন। একদিন অন্তর একদিন দাড়ি কামানোর অর্থ হল সপ্তাহের ৩-৪ দিন আপনি দাড়ি কামাচ্ছেন।
আসলে এই রুটিনটি মেনে চলাই ভালো। এতে আপনার
ত্বক ভালো
থাকে। রেজর চালানোর জন্যে আপনার ত্বকে যে প্রভাব পড়ে, তারপর যে সময়টুকু বিরতি প্রয়োজন, তা আপনি দিচ্ছেন।
আপনি কি এটি পছন্দ করেন?
যদি আপনি দাড়ি রাখতে পছন্দ করেন, তবে এই পদ্ধতিটি মেনে চলতে পারেন আপনি। দাড়ি রাখলেও কিন্তু যথেষ্ট গ্রুমিং প্রয়োজন। দাড়ি যদি নিজের মতো বাড়তেই থাকে এবং আপনি ঠিক করে ট্রিমিং না করেন, তাহলে তার শেপ তো খারাপ হবেই।
তাই দাড়ি রাখলেও তাকে ঠিকঠাক করে রাখতে হবে। আপার চিক একবার হলেও শেভ করতে হবে। গলার অংশ ১০ দিন পর কিংবা ২ সপ্তাহ পর শেভ করতেই হবে। ট্রিমার ব্যবহার করতে পারেন।
আরও যা যা বিষয় খেয়াল রাখবেন
শেভ করার আগে অর্থাৎ রেজার ব্যবহারের আগে মুখের ত্বককে প্রস্তুত করে নিতে ভুলবেন না। নাহলে ত্বকের বারোটা বাজতে সময় লাগবে না।
ত্বকে
রেজর চালানোর সময়ে যথেষ্ট সতর্ক থাকুন। যেন কোথাও কেটে না যায়।
দাড়ি কামানোর পরে অবশ্যই আফটার শেভ জেল কিংবা ময়শ্চারাইজিং ক্রিম লাগিয়ে নিন।
ডিসক্লেইমার: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, এটি কোনও ওষুধ বা চিকিৎসার অঙ্গ নয় আরও বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও পড়ুন:
চুল ওঠা বন্ধ হয়ে মাথা ভর্তি নতুন চুল গজাবে ২ সপ্তাহেই, ৩ হেনা হেয়ার প্যাকেই হবে ম্যাজিক
আরও পড়ুন:
২ সপ্তাহেই বাজছে বিয়ের সানাই? হবু কনেরা করুন ৫ কাজ, ফেসিয়াল ছাড়াই উপচে পড়বে জেল্লা