নিজেকে আড়ালে রাখার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ, কীভাবে গোপন রাখবেন নম্বর? দেখে নিন

নিত্যদিন নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে WhatsApp। মার্ক জুকেরবার্গের সংস্থায় Meta-র সঙ্গে জুড়ে যাওয়ার পর থেকে একের পর এক ফেসবুকের ফিচার যুক্ত হয়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের সঙ্গে। এমনকী মেটাভার্সের ভিতরেও ঢুকে পড়েছে এই অ্যাপটি।

এই মেসেজিং অ্যাপটি ছাড়া কিন্তু আমাদের দিন কাটানো কঠিন। অফিসের কাজ থেকে বন্ধুদের সঙ্গে আড্ডা, সব কিছুরই ওয়ান স্টপ সলিউশন এই WhatsApp। হোয়াটসঅ্যাপও আমাদের মনের মতো হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিদিন। প্রায় প্রতিদিনই নতুন নতুন আপডেট আসছে। যুক্ত হচ্ছে কোনও না কোনও ফিচার। তার কিছু আমরা জানি। অনেক কিছুই থেকে যায় অচেনা।

সম্প্রতি একগুচ্ছ নতুন ফিচার নিয়ে এসেছে

WhatsApp

। আরও একগুচ্ছ আসতে চলছে আগামী আপডেটে। কিছু দিন আগেই কমিউনিটি অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে মেসেজে রিয়াকশন দেওয়ার অপশন এনেছে WhatsApp। TestFlight beta প্রোগ্রামের মাধ্যমে ইতিমধ্যেই 23.2.0.75. আপডেট সাবমিট করেছে তারা। বেশ কিছু নতুন ফিচার এনেছে সেখানে তাঁরা। যেখানে পরিচয় লুকিয়ে মেসেজে রিয়্যাকশন দেওয়ার সুযোগ এনেছে মেসেজিং অ্যাপটি।

তবে এই আপডেট আসছে শুধু iOS ইউজারদের জন্যই। অনেক সময়েই বন্ধুবান্ধব বা অফিসের কাজে আমাদের ঢুকে পড়তে হয় অনেক অচেনা

WhatsApp

গ্রুপে। যেখানে আমরা সচরাচর আমাদের নম্বর সকলের সামনে দেখাতে পছন্দ করি না। তবে অচেনা লোকেদের কাছ থেকে নম্বর লুকোনার সুযোগ এনেছে এবার মেসেজিং অ্যাপটি।

Android

ফোনে আগেই এসে গিয়েছিল আপডেটটি। এবার সেই সুবিধা পাবেন iOS ইউজাররাও।

97199570

কী ভাবে হোয়াটসঅ্যাপে গোপন রাখবেন নিজের নম্বর? আসুন,শিখে নেওয়া যাক সহজ পদ্ধতি।

প্রথমেই আপনার মোবাইলে খুলে ফেলুন

WhatsApp

অ্যাপ্লিকেশনটি।

এবার উপরে ডানদিকে তিনটি ডটে ক্লিক করুন।

ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করুন

Settings

অপশনটি।

সেখান থেকে সিলেক্ট Account অপশনে গিয়ে Privacy অপশনে যান।

সেখান গিয়ে About-এ ক্লিক করলে খুলে যাবে তিনটি অপশন- Everyone, My Contacts এবং Nobody।

সেখান থেকে Everyone সিলেক্ট করলে আপনার নম্বরটি সকলে দেখতে পাবে। My Contacts বাছলে শুধু তাঁরাই দেখতে পাবেন, যাঁরা আপনার কনট্যাক্ট লিস্টে রয়েছে। Nobody সিলেক্ট করলে কারওর কাছেই শো করবে না আপনার নম্বরটি।

নিজের পরিচয় গোপন রাখতে চাইলে আপনাকে সিলেক্ট করতে হবে শেষ অপশনটি।

97491887

এর পরে আপনি গ্রুপে কারওর মেসেজে রিয়্যাকশন দিন বা উত্তর, আপনার নম্বর থাকবে

WhatsApp

-এ সকলের থেকেই গোপন এবং সুরক্ষিত। অচেনা বন্ধুদের গ্রুপে ‘মেঘনাদ’ সেজে থাকতে চাইলে ব্যবহার করতেই পারেন এই ফিচারটি।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *