পুরুষ থেকে নারী হয়েও সন্তানধারণ সম্ভব, বার্তা দিতেই দৃষ্টান্ত স্থাপন, বাবা-মা হচ্ছেন সমকামী দম্পতি

বাবা-মা হচ্ছেন সমকামী দম্পতি, সুখবর দিয়ে চমকে দিলেন সকলকে। সংবাদ শিরোনামে কেরলের এক সমকামী দম্পতি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এই সুখবর,নিমেষেই যা ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে কেরলের কোঝিকোড়ের বাসিন্দা জিয়া এবং সাহাদ পাওয়াল গত তিন বছর ধরেই একসঙ্গে রয়েছেন। দম্পতি জানান, আমরা একটি সন্তান চেয়েছিলাম, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এক বড় বার্তা সমাজের সামনে তুলে ধরতে পারে। পাভেল জানান, অনেক ভেবেচিন্তে তারা সিদ্ধান্ত নেন সন্তান নেওয়ার। কোঝিকোড়ের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের কাছ থেকে সাহায্য পেয়েছেন এই দম্পতি। আগামী মাসে তার সন্তানের জন্ম দেওয়ার কথা।

প্রথম সন্তান প্রসঙ্গে সমকামী সম্পতি বলেন, “এই মুহূর্তে মাত্র পাঁচ-ছয়জন আছেন যারা এটা সম্পর্কে জানেন কিন্তু এখন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে আনন্দের এই খবর আমি জানাতে চলেছি। অপেক্ষা করুন ধৈর্য ধরুন ফল পাবেন’ই”। কোন দত্তক সন্তান নয়, একেবারে বায়োলজ্যিকাল বাবা-মা হতে চান তাঁরা। সন্তান ধারণ প্রসঙ্গে দম্পতি বলেন, অনেকেই সমকামী বিষয় নিয়ে মজা করেন, অসম্ভব বলে ব্যাখ্যা করেন, কিন্তু আমরা এই অসম্ভবকেই সম্ভব করতে যাচ্ছি’। তারা চায় আর পাঁচটা সাধারণ দম্পতির মতো মাদার’স ডে, ফাদার’র্স ডে সহ সমস্ত ছুটি করতে। দম্পতি তাদের জীবন আগত নতুন অতিথিকে নিয়ে বেশ উত্তেজিত।

দম্পতির কথায়, “আমরা কখনই স্বপ্নে ভাবিনি যে ৩ বছর আগের এক সিদ্ধান্ত  আমাদের চিরকালের জন্য জীবনসঙ্গী করে তুলবে, এবং আমাদেরকে বিশ্বের সামনে দাঁড়ানোর সাহস যোগাবে। এখন আমরা বাবা-মা হতে চলেছি। “আমরা আমাদের সন্তানকে স্বাগত জানাতে উত্তেজিত”। আমরা আশা করছি যে সন্তান ধারণ করা এখন আরও স্বাভাবিক হবে। আপনি যদি সমলিঙ্গের দম্পতি হন তবে তাতে কিছু যায় আসে না। আপনি যেভাবে চান সেভাবে জীবনযাপন করতে পারেন। কেরলের সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসকদের গাইডকে কুর্নিশ জানিয়েছে তারা।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *